শিল্প বিনিয়োগের সম্ভাবনায় নতুন দিগন্ত খুলল। সোমবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Goutam Adani)।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আলোচনায় রাজ্যে পরিকাঠামো, বিদ্যুৎ ও বন্দর উন্নয়ন নিয়ে একাধিক বৃহৎ প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। এছাড়াও, এই প্রকল্পগুলিতে আদানি গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করতে পারে।
এর আগে টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিনিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। ফলে আদানির এই সাক্ষাৎকে ঘিরে শিল্পমহলে শুরু হয়েছে চর্চা।
নবান্ন সূত্রের মতে, বৈঠকটি ছিল ‘অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ’। পর্যবেক্ষক মহলের মতে, রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ এবং সরকারের সক্রিয় ভূমিকা বিনিয়োগকারীদের আগ্রহী করছে। তৃণমূল নেতৃত্ব দাবি করছে, বিভিন্ন গোষ্ঠীর আগ্রহই প্রমাণ করে দিয়েছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা আজ বিনিয়োগের এক নতুন ঠিকানা।
প্রসঙ্গত, এর আগে দক্ষিণবঙ্গে কয়েকটি প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল আদানি গোষ্ঠী। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি এই বৈঠকের পর বিনিয়োগের সম্ভাবনা আরও জোরদার হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।