অ্যাসিডে ঢাকল জাতীয় সড়ক, যান চলাচলে বিঘ্ন

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে (National Highway) ঘটে গেল চাঞ্চল্যকর অ্যাসিড দুর্ঘটনা। হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL) ভর্তি একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে…

অ্যাসিডে ঢাকল জাতীয় সড়ক, যান চলাচলে বিঘ্ন

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে (National Highway) ঘটে গেল চাঞ্চল্যকর অ্যাসিড দুর্ঘটনা। হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL) ভর্তি একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়তেই শুরু হয় বিপত্তি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুরো এলাকা মুহূর্তে ঢেকে যায় অ্যাসিডের বিষাক্ত ধোঁয়ায়।

ঘটনাটি ঘটে নারায়ণগড় থানার অধীন উকুনমারি ও কাঁটাইখালের মধ্যবর্তী এলাকায়। দুপুর আড়াইটে নাগাদ অ্যাসিড ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের দুই লেনের মাঝের কাঁচা রাস্তায় ঢুকে পড়ে। প্রবল বৃষ্টির কারণে আগেই নরম হয়ে যাওয়া মাটিতে বিশাল ট্যাঙ্কারের চাকা বসে যায়। তখনই ট্যাঙ্কারকে রাস্তা থেকে সরিয়ে আনতে তৎপর হয় পুলিশ ও জাতীয় সড়ক (National Highway) কর্তৃপক্ষ।

   

তবে, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ট্যাঙ্কারটিকে রাস্তার ওপর তুলে আনার সময় ক্রেনের ধাক্কায় ট্যাঙ্কারের পিছনের ভালভটি ভেঙে যায়। সেই ফাঁক দিয়েই বেরিয়ে পড়ে ভয়ঙ্কর রাসায়নিক—হাইড্রোক্লোরিক অ্যাসিড। মুহূর্তের মধ্যে রাস্তা ও আশেপাশের এলাকা ছেয়ে যায় অ্যাসিডের ঝাঁঝালো ধোঁয়ায়।

দ্রুত খবর যায় নারায়ণগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে জানানো হয়। দমকল বাহিনী তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। তাঁদের চেষ্টায় অবশেষে অ্যাসিডের লিক হওয়া বন্ধ করা সম্ভব হয়।

কী ঘটেছিল?:
দুপুর আড়াইটে নাগাদ ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারায়

বৃষ্টিজনিত নরম মাটিতে চাকা বসে যায়

উদ্ধারকাজ চলাকালীন ভালভ ভেঙে বেরোয় HCL

পুরো এলাকা ঢেকে যায় অ্যাসিড ধোঁয়ায়

Advertisements

দমকল দ্রুত পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি

সাময়িক যানজট তৈরি হয় NH-16-এ

পরিস্থিতি এখন কেমন?
এক দমকল আধিকারিক জানিয়েছেন,

“ট্যাঙ্কার থেকে অ্যাসিড বেরোনো কোনওভাবে বন্ধ করা সম্ভব হয়েছে। রাসায়নিক ছড়ানো বন্ধ হলেও, আশেপাশে সতর্কতা জারি আছে।”

স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক:
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ দূরত্বে সরে যান। যদিও দমকল জানিয়েছে, বড়সড় ক্ষয়ক্ষতির কোনও আশঙ্কা নেই, তবে এলাকাটি কিছুটা সময়ের জন্য সিল করে রাখা হয়েছে।

যান চলাচলে বিঘ্ন:
এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিকল্প রুট চালু করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।