প্রকাশ্যে অ্যাসিড হামলা, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ংকর পরিণতি আইসিডিএস কর্মীর

দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার কৃষ্ণনগর বাজার এলাকায় ঘটে গেল এক নৃশংস ঘটনা। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রকাশ্য বাজারে এক আইসিডিএস মহিলা কর্মীর উপর অ্যাসিড…

Rajasthan,CM, Breaking News

দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার কৃষ্ণনগর বাজার এলাকায় ঘটে গেল এক নৃশংস ঘটনা। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রকাশ্য বাজারে এক আইসিডিএস মহিলা কর্মীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার বাড়ি সাগর থানার কৃষ্ণনগর এলাকায়। পেশায় তিনি একজন আইসিডিএস কর্মী। বেশ কিছুদিন ধরে আক্রান্তের প্রতিবেশী বাপি মাইতি তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। মহিলা বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত ক্রমশ ক্ষিপ্ত হয়ে ওঠে। ওই আইসিডিএস কর্মীর স্বামী প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়।

   

শুক্রবার সন্ধ্যায় সাগর থানার অন্তর্গত কৃষ্ণনগর বাজার এলাকা দিয়ে মহিলা যখন বাড়ি ফিরছিলেন, তখন হটাৎ তাঁর সাইকেলটি বিগড়ে যায়। ফলে তিনি একটি দোকানে দাঁড়ান সাইকেল সাড়ানোর জন্য। সে সময় অভিযুক্ত পিছন থেকে অ্যাসিড হামলা চালায়। মুহূর্তের মধ্যে মহিলা মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন।

মহিলার আর্তচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালায়। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলার মুখ, ঘাড় এবং হাতের একাংশ গুরুতরভাবে পুড়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই নারকীয় ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন।