Tuesday, October 14, 2025
HomeBharatPoliticsক্যানিংয়ে সন্দীপের বিলাসবহুল ভিলা মনে করাচ্ছে পার্থের 'অপা'কে

ক্যানিংয়ে সন্দীপের বিলাসবহুল ভিলা মনে করাচ্ছে পার্থের ‘অপা’কে

রাজ্যে ফের ‘অপা’র ছায়া। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বোলপুরের বাংলোর মতোই এবার সামনে এল আরজি করের (RG kar case) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিলাসবহুল বাড়ি। সম্প্রতি আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন আরজি করের (RG kar case) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তাঁর আর্থিক অনিয়মের বিভিন্ন অভিযোগের তদন্ত করছে সিবিআই। আর ঠিক সেই সময় সন্দীপের বিরাট সম্পত্তির হদিশ মিলল ক্যানিংয়ে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মধ্যনারায়নপুরগ্রাম। সেখানে দুই বিঘা জমির ওপর বিস্তৃত সন্দীপ ঘোষের বাংলো। নাম ‘সঙ্গীতাসন্দীপ’। অনেকটা বড় বাংলো, মালি কেয়ারটেকার রয়েছে। সেখানে বাগানও রয়েছে। 

Advertisements

টেকনিক্যাল রিপোর্ট কোথায়?, অপরাজিতা বিল নিয়ে ফের তরজায় রাজ্য-রাজভবন

Advertisements

স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, তিন বছর আগে বাংলোটি তৈরি হয়। একশো বিঘা জমির ওপর একটি প্রজেক্ট সংলগ্ন এলাকাতেই তৈরি এই বাংলোটি।
মাঝেমধ্যেই তিনি পরিবার নিয়ে আসতেন, তবে সকালে এলে রাতে থাকতেন না । এমনটাই জানিয়েছে কেয়ারটেকার। 

আরজি কর কাণ্ডে নয়া মোড়, সাসপেন্ড ‘সন্দীপ-ঘনিষ্ট’ বিরূপাক্ষ-অভীক

তিন বছর আগে আরজি করের অধ্যক্ষ থাকাকালীনই এই বাংলো বানিয়েছেন তিনি। কিন্তু এই আলিশান বাংলো বানানোর এত বিপুল অর্থ তাঁর কাছে কীভাবে এল সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে। মনে করা হচ্ছে আর আরজি করে তাঁর বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির মামলা চলছে সেক্ষেত্রেও এই বিষয়টিকে খতিয়ে দেখবেন ইডি-সিবিআই কর্তারা। 

গত ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়। ওই ঘটনায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম উঠে আসে। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে ডাক্তারি পড়ুয়ারা। অবশেষে তাঁকে ইস্তফা দিতে হয় হাসপাতালে অধ্যক্ষের পদ থেকে। হাইকোর্টের নির্দেশে আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই।

সেই তদন্তে বিভিন্ন মেডিক্যাল সামগ্রী সাপ্লাইতে বিপুল দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে টানা ১৫ দিন সন্দীপকে জেরা করে কেন্দ্র গোয়েন্দা সংস্থাটি। এই অবস্থায় সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম এর সদস্যপদ হারান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তারপরেই গত সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।  

 

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ