বালি: ভোররাতে বালির নিবেদিতা সেতুতে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি মালবাহী গাড়ি উল্টে সেতুর রেলিং পেরিয়ে ৪০ ফুট নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজন শ্রমিকের৷ বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। (accident at nibedita bridge bali)
মাল বিক্রি করতে গিয়ে দুর্ঘটনা accident at nibedita bridge bali
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন। তাঁরা একটি চারচাকা ছোট গাড়িতে কাপড়ের পেটি বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন৷ লালবাড়ির কাছে সেতুর টোলওয়ে এলাকায় গাড়ির একটি টায়ার ফেটে গাড়িটি উল্টে যায়। গাড়ির মাথায় বসেছিলেন ৬ জন শ্রমিক। দুর্ঘটনার অভিঘাতে তাঁরা ব্রিজের রেলিং পেরিয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চালাচ্ছে।
নদিয়া চাপড়ায় টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষ
অপরদিকে, নদিয়ার চাপড়ায় এক ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের চারাতলা পেট্রল পাম্পের কাছে একটি চারচাকা গাড়ি তিনটি টোটোতে ধাক্কা মারে৷ টোটোগুলি উল্টে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়৷ এই ঘটনায় আহত হয়েছেন ৮ জন৷ মৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে এবং মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
West Bengal:https://kolkata24x7.in/category/west-bengal/ A truck fell off Nibedita Bridge in Bali, killing 4 workers and leaving 2 critically injured. The accident occurred early morning. Police initiated an investigation to identify the deceased and determine the cause.