শিয়ালদহ-রানাঘাট রুটে ছুটবে এসি লোকাল, ভাড়া ও সমস্ত সুবিধার কথা জানাল রেল

AC Local Train Kolkata

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। অবশেষে শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট শাখায় যাত্রা শুরু করতে চলেছে বহু প্রতীক্ষিত এসি লোকাল ট্রেন (AC Local Train)। যাত্রী পরিষেবায় আরও এক ধাপ এগোলো পূর্ব রেল। আজ, বুধবার ভারতীয় রেলের তরফে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে ট্রেনটির সমস্ত প্রযুক্তিগত ও যাত্রী পরিষেবা সংক্রান্ত তথ্য।

Advertisements

সূত্রের খবর অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে শিয়ালদহ থেকে রানাঘাট রুটে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করতে পারে এই আধুনিক এসি লোকাল ট্রেনটি। মুম্বাই ও চেন্নাইয়ের পর এবার দেশের তৃতীয় মেট্রো শহর হিসেবে কলকাতার শিয়ালদহ ডিভিশনেও ছুটবে এসি লোকাল। ফলে হাজার হাজার নিত্যযাত্রী ও অফিসযাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্য ও সুরক্ষিত যাত্রার সুযোগ মিলবে।

রেলের বিবৃতি অনুযায়ী, এই এসি লোকাল ট্রেনটিতে থাকবে মোট ১২টি অত্যাধুনিক এসি কোচ। কোচগুলি স্টেইনলেস স্টিলে তৈরি হওয়ায় এটি অধিক টেকসই ও হালকা। প্রতি কোচে ৩ জন করে বসার ব্যবস্থা সহ মোট ১১২৬টি বসার আসন থাকবে। এছাড়া পর্যাপ্ত স্ট্যান্ডিং স্পেসও রাখা হয়েছে যাতে ভিড়ের সময় যাত্রীরা দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

প্রতিটি কোচে থাকবে চারটি করে দরজা, যা মেট্রোর মতোই দুই দিকে খুলবে এবং স্টেশন ছাড়ার আগে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যাত্রীদের লাগেজ রাখার জন্য থাকছে শক্তপোক্ত রেক এবং উন্নত কুলিং ব্যবস্থার পাশাপাশি প্রতিটি কোচে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও অ্যানাউন্সমেন্ট সুবিধা।

মেট্রোর মতো প্রতিটি স্টেশনের নাম, প্ল্যাটফর্ম কোন দিকে, তাও আগেভাগে জানিয়ে দেওয়া হবে। দরজা খুলবে সেই দিকেই। ফলে যাত্রীরা আগেভাগে প্রস্তুতি নিতে পারবেন এবং ঝুঁকিও অনেক কমবে। রেল জানিয়েছে, এই এসি লোকাল ট্রেনে সফর করতে যাত্রীদের নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী বাড়তি ভাড়া দিতে হবে।

শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত একদিকের ভাড়া ৩৫ টাকা

বারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা

নৈহাটি পর্যন্ত যেতে গুনতে হবে ৯০ টাকা

রানাঘাট পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ১২০ টাকা

Advertisements

নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে রেল চালু করেছে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক টিকিট ব্যবস্থাও।

দমদম পর্যন্ত মাসিক ভাড়া ৬২০ টাকা

বারাকপুর পর্যন্ত ১২৭৫ টাকা

নৈহাটি পর্যন্ত ১৮১০ টাকা

রানাঘাট পর্যন্ত ২৪৩০ টাকা ধার্য করা হয়েছে

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই এসি লোকাল ট্রেনে থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর সিসিটিভি নজরদারি। পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে প্রতিটি স্টেশনের আগে আগাম সতর্কতা প্রদান করা হবে। দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলবে ও বন্ধ হবে, যা যাত্রীদের অতিরিক্ত সুরক্ষা দেবে।

কলকাতা তথা পূর্ব রেলের যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। গ্রীষ্মকালে অতিরিক্ত ভিড় ও গরমের মধ্যেও যাত্রীরা এবার পেতে চলেছেন স্বস্তিদায়ক, নিরাপদ ও দ্রুতগামী এসি ট্রেন পরিষেবা। সময়সীমা, পরিষেবা ও যাত্রার অভিজ্ঞতা—সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে শিয়ালদহ-রানাঘাট লোকাল রুটে।