ABVP: যাদবপুরে ছাত্রী মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখাল জাতীয়তাবাদী ছাত্র সংগঠন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুকে ঘিরে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর (ABVP)। তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের রহস্য মৃত্যুর প্রতিবাদ জানাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঘিরে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের…

ABVP protest in jadavpur

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুকে ঘিরে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর (ABVP)। তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের রহস্য মৃত্যুর প্রতিবাদ জানাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঘিরে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট। নিরাপত্তা নেই এই অভিযোগে সরব হয়েছে এবিভিপি র ছাত্র সংগঠন। অনেক্ষন ধরেই জমায়েত হচ্ছিল গেটের সামনে।

Advertisements

হঠাৎ করেই প্রতিবাদ মুখর ছাত্র ছাত্রীরা পাঁচিল বেয়ে উঠতে থাকে। ঘটনার কেন্দ্রবিন্দু অনামিকা মন্ডলের রহস্য মৃত্য। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন চার নম্বর গেটের কাছে লেকের ধারে অনামিকাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সময় ছিল রাত প্রায় ১০টা ২০ মিনিট। ছাত্ররা তাকে জল থেকে টেনে তুলে সিপিআর চেষ্টা করে, তারপর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

   

সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়। কিভাবে ওই ছাত্রীর মৃত্যু হল এবং কেনই বা তিনি ওই লেকের ধারে গিয়েছিলেন তা ধোঁয়াশার এবং এই রহস্য ভেদ করতে পুলিশ তার তদন্ত শুরু করেছে। এর আগেও যাদবপুরে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা ১৭ বছরের বাংলা অনার্সের এক ছাত্র দোতলা থেকে পরে মারা যায়।

সেই ঘটনার পরে তোলপাড় শুরু হয় বিশ্ববিদ্যালয়ে। পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে। সেই ঘটনার পরও নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়নি বলে ছাত্ররা অভিযোগ করছে। অনামিকার মৃত্যুতে আবার সেই প্রশ্ন উঠেছে ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা কোথায়?আজকের এবিভিপিএর বিক্ষোভ যাদবপুরে এই নিরাপত্তা হীনতাকেই কেন্দ্র করে।

এবিভিপি-র বিক্ষোভকারীরা বলছে, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাবে এমন ঘটনা ঘটছে। তারা গেটের সামনে জমায়েত হয়ে স্লোগান দিচ্ছে এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে যে, ক্যাম্পাসে সিসিটিভি বা গার্ডের অভাব রয়েছে। একজন এবিভিপি নেতা বললেন, “এটা শুধু অনামিকার মৃত্যু নয়, পুরো ক্যাম্পাসের নিরাপত্তা হীনতার প্রতীক। আমরা গেট ভেঙে প্রতিবাদ করব যতক্ষণ না দায়িত্বপ্রাপ্তদের শাস্তি হয়।”

পুলিশ ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং ছাত্র ইউনিয়নও হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্তে কোনো নির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি, কিন্তু সব সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

ভারতীয় সেনায় একজন JAG অফিসার কে? জানুন এই পদে কত বেতন দেওয়া হয়

এবিভিপি-র এই বিক্ষোভ রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, কারণ অতীতে এমন প্রতিবাদে এসএফআই-র সঙ্গে সংঘর্ষ হয়েছে। ছাত্ররা দাবি করছে, নিরাপত্তা বাড়ানো এবং দায়ীদের শাস্তির জন্য। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, কিন্তু আরও বিক্ষোভের আশঙ্কা রয়েছে।b