আজই রঞ্জিত মল্লিকের বাড়ি যাচ্ছেন অভিষেক! ব্যাপারটা কী?

Abhishek to visit Ranjit Mallik house

কলকাতা: নতুন বছর মানেই নতুন উদ্যমে জনপথে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে, ২০২৬-এর লক্ষ্যে তৃণমূল এবার লাগাতার জনসংযোগে নামবে। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে বুধবার এক নজিরবিহীন পদক্ষেপে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে যাচ্ছেন অভিষেক। হাতে থাকছে মা-মাটি-মানুষের সরকারের খতিয়ান সমৃদ্ধ ‘উন্নয়নের পাঁচালি’।

Advertisements

মল্লিক বাড়িতে মেগা সাক্ষাৎ

তৃণমূল সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ ভবানীপুরে মল্লিক বাড়ির অন্দরে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রঞ্জিত মল্লিকের পাশাপাশি থাকতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী তথা বিশিষ্ট প্রযোজক নিসপাল সিং রানে। রাজনৈতিক মহলের মতে, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের কাছে সরকারের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড বা ‘পাঁচালি’ পৌঁছে দেওয়া তৃণমূলের নতুন কৌশল। মল্লিক বাড়ির পর অভিষেকের গন্তব্য নন্দন, যেখানে তিনি পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবির প্রিভিউ অনুষ্ঠানে যোগ দেবেন।

   

কী এই ‘উন্নয়নের পাঁচালি’? Abhishek to visit Ranjit Mallik house

তৃণমূলের এই অভিনব প্রচার কৌশল মূলত গ্রাম-বাংলার চিরাচরিত লোককথা বা ‘পাঁচালি’র আদলে তৈরি। গত ১৫ বছরে রাজ্য সরকারের উল্লেখযোগ্য প্রকল্পগুলিকে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথীর মতো মহিলাদের উপযোগী কাজগুলিকে গানের সুরে ও গল্পের ঢঙে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। এই প্রচার পুস্তিকাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আধুনিক তথ্যের ভিত্তিতে পরিমার্জিত করা হয়েছে, যা নিয়ে দলের মহিলা বাহিনী ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছাতে শুরু করেছে।

লক্ষ্য ২০২৬-এর ভোট

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জয় করতে তৃণমূল এই ‘পাঁচালি’কে তুরুপের তাস হিসেবে দেখছে। লক্ষ্মীর পাঁচালির মতো করেই বাংলার অন্দরমহলে উন্নয়নের খতিয়ান পৌঁছে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও, খাস কলকাতার ‘বেল্টম্যান’ খ্যাত রঞ্জিত মল্লিকের বাড়ি দিয়ে প্রচার শুরু করা এক বড় রাজনৈতিক ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements