Tuesday, October 14, 2025
HomeBharatPoliticsরেকর্ড সংখ্যক ভোটে এগিয়ে ঐতিহাসিক নজির গড়লেন অভিষেক

রেকর্ড সংখ্যক ভোটে এগিয়ে ঐতিহাসিক নজির গড়লেন অভিষেক

অভিষেকের কাছে বড় চ্যালেঞ্জ ছিল ডায়মন্ড হারবার। এবার সেই চ্যালেঞ্জ বজায় রাখতে চলেছেন তিনি। কারন প্রথম থেকেই ডায়মন্ড হারবার লোকসভা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। প্রার্থী হওয়ার পর থেকেই তিনি বার বার বলেছেন “ভোট মানুষ দেবেন। ইডি সিবিআই তো ভোট দেবে না। আমি তো বলেছিলাম এত রাগ যখন আমার বিরুদ্ধে, তাহলে ইডি সিবিআইয়ের ডিরেক্টরকে ডায়মন্ড হারবার থেকে দাঁড় করান।” তার এই বার্তা একটু হলেও ভাবিয়েছিল অন্যান্য প্রার্থীদের।

Advertisements

রাজ্য়ের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই ডায়মন্ড হারবার। এবার সেখানে হ্যাটট্রিক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই বিপুল সংখ্যক ভোটে জয়ের পথে এগিয়ে যাওয়া বিশেষ নজীর সৃষ্টি করে বলা যায়। এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববিকে) পিছনে ফেলে ৬ লক্ষ ৬১ হাজার ৩১৬ ভোটে এগিয়ে অভিষেক।

Advertisements

তবে অভিষেকের কথা মত বলা যায় রাজ্যের এই তৃণমূল সরকারের উপর সত্যিই আস্থা রেখেছেন। তাই হয়ত এই রেকর্ড ভোটে এগিয়ে রয়েছে রেকর্ড অভিষেক ব্যানার্জী। এই মুহূর্তের ট্রেন্ড অনুযায়ী ৩১টিতে তৃণমূল এগিয়ে। বিজেপি ১০টিতে। ট্রেন্ড লাগাতার বদলাচ্ছে। তবে অভিষেক এগোচ্ছেন ঝড়ের গতিতে। সত্যিই হয়ত এই ঝড়ের মাত্রা উচ্চ শিখরে পৌঁছে অভিষেককে জয়ের হাসি হাসাবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments