অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজের এক্স হ্যান্ডলে ‘সেবাশ্রয়’ প্রকল্পের যথার্থ ভাবনার কথা তুলে পোস্ট করেছেন। কিছু রাজনীতিবিদদের কাজকে তিনি ‘মরশুমি কাজ’ হিসেবে দেখতে রাজি নন। অনেক নেতা মন্ত্রী আছেন, যারা শুধুমাত্র ভোটের সময়ই এলাকা সফরে যান। অন্য সময় তাদের দেখা পাওয়া যায়না।
অনেক রাজনীতিবিদ এ কারণেই মানুষের কাছে ‘ভোটপাখি’ বলে কটাক্ষের শিকার হন। এদের উদ্দেশ্য করেই তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনীতি তাদের জন্য শুধুমাত্র ভোটের মৌসুমের কাজ নয়, বরং সারা বছর ধরে মানুষের সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেন। শুক্রবার এক্স হ্যান্ডলে তিনি এই বিষয়টি প্রকাশ করেন এবং জানান, ‘সেবাশ্রয়’ প্রকল্প সেই ভাবনারই প্রতিফলন।
For some, politics is a seasonal affair – leaders who surface only when votes are at stake, who feign concern when electoral dividends are on the line. But we stand by the people through joy and despair, through crises and calm. #Sebaashray is a manifestation of this ethos.
👉🏻… pic.twitter.com/TkJAu5NwDO
— Abhishek Banerjee (@abhishekaitc) March 7, 2025
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কিছু মানুষের কাছে রাজনীতি একটি মরশুমি কাজ—কিছু নেতা শুধুমাত্র ভোটের জন্য আসেন, আর নির্বাচনের সময় তাঁরা সাধারণ মানুষের কথা ভাবেন। কিন্তু আমরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের আনন্দ, হতাশা, বিপদ, শান্তি-সব পরিস্থিতিতে।’ তিনি আরও যোগ করেন, ‘সেবাশ্রয় শুরুর পর আমরা ৯ লক্ষ ৩ হাজার ৪০০ রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি। গত ৬ মার্চ মহেশতলায় ৮ হাজার ৮৮৮ জনকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। মানুষ আমাদের পাশে থাকলে, আমরা প্রতিদিন তাঁদের পাশে থাকব।’
এর আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সেবা প্রকল্প ‘সেবাশ্রয়’-এর উদ্দেশ্য তিনি বারবার ব্যাখ্যা করেছেন। সেবাশ্রয় প্রকল্পে এই পর্যন্ত ৯ লক্ষ ৩ হাজার ৪০০ জন রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ৬৩ দিন ধরে এটি চললেও এখনও পর্যন্ত এই প্রকল্পে বিপুল সাড়া মিলেছে।
এদিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পোস্টে আরও লিখেছেন, ‘এই প্রকল্প মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য শুধু ভোটে জেতা নয়, মানুষের চাহিদা ও তাদের প্রয়োজনের দিকে নজর দেওয়া। সেবাশ্রয় প্রকল্প একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেখানে রাজনীতি আসবে মানুষের কল্যাণের জন্য, ভোটের জন্য নয়।’
তিনি উল্লেখ করেন, দল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় বিশ্বাসী। দলের নেতাদের লক্ষ্য হলো—ভোটের সময়েই নয়, বরং সারা বছর ধরে মানুষের স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, পুষ্টি সহ নানা দিকে উন্নতি সাধন করা।
অভিষেক আরও বলেন, ‘আমরা মানুষের পক্ষে কাজ করতে চাই, তাদের সমস্যাগুলো বুঝতে চাই। মানুষের জন্য কিছু করতে পারলে, আমাদের কাজ সফল বলে মনে করি। সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনার সুযোগ পাচ্ছি। আর তাদের সমস্যা সমাধান করতে আমরা প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি।’