কলকাতা: ভোটমুখী বাংলা জুড়ে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে ফের কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে তিনি দলের প্রায় ১০ হাজার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ থেকে শুরু করে বিধায়ক, জেলা নেতৃত্ব থেকে বুথ কর্মী, এক ঝাঁক তৃণমূল নেতা। আর সেখান থেকেই তিনি বিজেপিকে (BJP) আক্রমণ করে বলেন, ‘‘বিজেপি নেতা দেখলেই ‘জয় বাংলা’ বলবেন।’’
সম্প্রতি হুগলির পুরশুড়ায় বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সফরের প্রসঙ্গও টেনে আনেন অভিষেক। বলেন, ‘‘দেখলাম একজনকে জয় বাংলা বলতেই ক্ষেপে গেল।’’ উল্লেখ্য, পুরশুড়ায় শুভেন্দুর গাড়ি ঘিরে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। জবাবে শুভেন্দুও গাড়ি থেকে নেমে ‘জয় শ্রী রাম’ স্লোগানে পাল্টা দেন। সেই ঘটনার রেশ এদিনের বৈঠকেও উঠে এল।
অভিষেকের সাফ কথা, ‘‘এক ছটাক জমিও আমরা বিজেপিকে ছাড়ব না।’’ পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিকাঠামোর ভাঙন নিয়েও সরব হন তিনি। কটাক্ষের সুরে বলেন, ‘‘বিজেপিশাসিত রাজ্যে ব্রিজ ভেঙে পড়ছে। শুনেছেন কোনও বিজেপি নেতার বাড়ি ভেঙেছে?’’
নাম না করে এনআরসি ও সদ্য বিতর্কিত SIR (Statewide Inhabitant Register) ইস্যুতে প্রচার বাড়ানোর নির্দেশও দেন অভিষেক। বলেন, ‘‘মানুষকে বোঝাতে হবে বিজেপি আপনার ভোট কাড়তে চায়। এনআরসি ও এসআইআর নিয়ে প্রচার করুন। বোঝান বাড়ি দিলে রাজ্য সরকার দেবে, বিজেপি নয়।’’
এর পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব রোখার বার্তাও দেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘৮০ হাজার বুথে আগামী দুই মাসের মধ্যে দুটো করে সভা করুন। দলের ঊর্ধ্বে কেউ না। দলে কোনও আমি-তুমি চলবে না। যদি কেউ আমি-তুমির রাজনীতি করে, তার পরিণতি খুব খারাপ হবে।’’
তিনি আরও যোগ করেন, ‘‘দল যাকে দায়িত্ব দেবে, সে আপনার পছন্দের না হলেও তার সঙ্গে কাজ করতে হবে। একত্রিত হয়ে লড়াই করতে হবে। আমাদের লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে আরও দুর্বল করা। আমরা ৭৭ থেকে ওদের ৪০-এ নামিয়ে আনতে পারব না কেন?’’
এই বক্তব্যে স্পষ্ট, ভোটের প্রায় একবছর আগে থেকেই তৃণমূল ঘর গোছাতে শুরু করেছে। অভিষেকের ভার্চুয়াল বৈঠক সেই প্রস্তুতিরই বড় পদক্ষেপ। একদিকে যেখানে বিজেপি SIR ও নাগরিকত্ব ইস্যুতে প্রচার শুরু করেছে, অন্যদিকে তৃণমূল সেই প্রচারের মোকাবিলায় পাল্টা রণনীতি তৈরি করে ফেলেছে।
বলে রাখা ভালো, এই সভার মাধ্যমে অভিষেক স্পষ্ট করে দিলেন যে, ২০২৬ সালের ভোটে লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল। তাতে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে দলীয় নেতৃত্বের গুরুত্ব ফের প্রতিষ্ঠিত করলেন অভিষেক। একইসঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে কর্মীদের উৎসাহ দিলেন তিনি।