Home West Bengal Abhishek Banerjee: রবীন্দ্র জয়ন্তীতে বীরভূম সফর শুরু অভিষেকের

Abhishek Banerjee: রবীন্দ্র জয়ন্তীতে বীরভূম সফর শুরু অভিষেকের

TMC Leader Abhishek Banerjee Addresses the Media Regarding the Recruitment Corruption Case

আজ ২৫ বৈশাখ বিশ্বকবির জন্মদিনে বীরভূমেই নবজোয়ার কর্মসূচি সূচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বীরভূম জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

Advertisements

শুধু কর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও প্রবল উত্‍সাহ তৈরি হয়েছে। কারণ গণতান্ত্রিক ভাবে প্রার্থী বাছাইয়ের সুযোগ করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

   

সকালে মুর্শিদাবাদ থেকে রওনা হয়ে আজ মঙ্গলবার সকাল ১১টায় লোহাপুর দিয়ে বীরভূমে প্রবেশ করার কথা অভিষেকের। এরপর নলহাটি-চাতরা হয়ে মারগ্রামে কর্মসূচি রয়েছে। আগামী তিনদিন বীরভূমজুড়ে কর্মসূচি পালন করবেন তিনি।

বীরভূম জেলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। দিনভর শান্তিনিকেতন, গোটা বীরভূম জেলা জুড়েই হবে সরকারি-বেসরকারি নানা অনুষ্ঠান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধা জানাবেন কবিগুরুকে। সঙ্গে কর্মসূচির অঙ্গ হিসেবে জনসংযোগ জনসভা ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

আজ তারাপীঠে থাকবেন অভিষেক, পুজো দেবেন তারামায়ের মন্দিরে। সাংগঠনিকভাবে এই মুহূর্তে বীরভূম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন। এর আগের কয়েকটি জেলায় দলীয় নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক আলোচনা করেছেন অভিষেক। রাজনৈতিক দিক থেকে বীরভূম জেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর নজর রাজনৈতিক মহলের ।

Advertisements