সর্বভারতীয় দলের মর্যাদা হারিয়ে তৃণমূল এখন আঞ্চলিক দল। ফলে দলটির পদাধিকার বলে আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষের বন্দ্যোপাধ্যায় নেই বলেই মনে করা হচ্ছে। তিনি এখন কোন পদে তা নিয়ে তীব্র চর্চা। তবে তৃণমূলের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি অভিষেক। তিনি পঞ্চায়েত ভোট নিয়ে ব্যাস্ত।
তৃণমূল সূত্রে খবর,পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ সংগঠনকে মজবুত করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গলমহলের দিকে নজর দিচ্ছে শাসক দল। তাই দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে বৈঠকে করার পরেই জঙ্গলমহল সফরের কথা ঘোষণা করলেন অভিষেক। বাঁকুড়া সফরে যাচ্ছেন তিনি। সেখান থেকেই জঙ্গলমহল যাত্রা শুরু করবেন।
গত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল জুড়ে ভালো ফলাফল করেছিল তৃণমূল। কিন্তু লোকসভা নির্বাচন জঙ্গলমহল চলে যায় বিজেপির দখলে। এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে হাওয়া বদলে মরিয়া ঘাসফুল শিবির।