‘নাটক নাকি আটক?’ এমন মন্তব্য সহ সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ শুরু হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে শনিবার সিবিআই দফতরে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজাম প্যালেসে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। এদিকে অভিষেক নিজাম প্যালেসে ঢোকার আগেই শুরু ‘নাটক নাকি আটক’ কটাক্ষ ঝড়।
কয়লা পাচার, গোরু পাচার তদন্তেও জেরার মুখে পড়েছিলেন অভিষেক। এবার নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই তাঁকে জেরা করছে। তবে নোটিশ পাওয়ার পরেই অভিষেক বলেন, আগেও গিয়েছি। ডাকলেই যাব। নিজাম প্যালেসে তাকে জেরা করছে চার সদস্যের সিবিআই টিম।
নিয়োগ দুর্নীতির তদন্তে তৃ়নমূলের বরখাস্ত নেতা কুন্তলের মুখে এসেছে অভিষেকের নাম। কুন্তল বলেছিল, তাকে দিয়ে অভিষেকের নাম বলানোর চাপ দেওয়া হচ্ছে। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে হাইকোর্ট।