Abhishek Banerjee: নাম না করে শুভেন্দুকে ‘তৃণমূলের লক্ষ্মী’ বলে কটাক্ষ অভিষেকের

Abhishek Banerjee

শুভেন্দু অধিকারীকে ‘তৃণমূলের লক্ষ্মী’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার উত্তর দিনাজপুরের ময়দানে তৃণমূলের নব জোয়ার কর্মসূচির এক সভায় এই মন্তব্য করেন তিনি। যদিও শুভেন্দুর নাম নেননি অভিষেক।

উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকে শুভেন্দু অধিকারীর একমেবদ্বিতীয়ম নিশানা হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও না কোনও সভায় অভিষেককে সম্মোধন করে আক্রমণ শানান তিনি। তবে অভিষেককে তেমন একটা পালটা হামলা করতে দেখা যায় না। কিন্তু সোমবার সরাসরি শুভেন্দুকে আক্রমণ করলেন অভিষেক।

   

এদিন অভিষেক বলেন, “ও তৃণমূলের লক্ষ্মী। ও যত বিজেপিতে থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। এমনিতেই শনির দশা চলছিল। ও ঢোকাতে রাহু ও কেতু এই ২টো দশাও সম্মিলিত হয়েছে।” অভিষেকের কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘আমি ওকে গুরুত্ব দিচ্ছি না। কে হরিদাস পাল বন্দ্যোপাধ্যায়? পিসি ছাড়া জিরো ‘

এদিনের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন অভিষেক। বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কী বাত’-এর ১০০ এপিসোড নাকি পার করেছেন, এদিকে বাংলার ১০০ দিনের একটা টাকাও ছাড়েনি।

গোটা দেশের মানুষের পেটে ভাত, রুটি জুটছে না আর উনি মন কী বাত করছেন। ১০০ তম পর্ব করেও বাংলা নিয়ে একটা শব্দও মুখ থেকে বেরোয়নি। গত ৯ বছরে বাংলা নিয়ে একটাও পর্যালোচনা মিটিং করেনি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন