‘বিজেপি হারলে টাকা বন্ধ, তৃণমূল হারলেও লক্ষ্মীর ভাণ্ডার’, আলিপুরদুয়ারে অভিষেক

আলিপুরদুয়ার: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর শনিবার তাঁর গন্তব্য ছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার। বিজেপির শক্ত গড় হিসেবে পরিচিত এই জেলায় দাঁড়িয়েই ‘রণ সঙ্কল্প সভা’ থেকে পদ্ম শিবিরকে তীব্র আক্রমণ শানালেন তিনি।

‘হারা আসনেই সবচেয়ে বেশি উন্নয়ন’

এদিন অভিষেক স্পষ্ট জানান, তৃণমূল হারলেও মানুষের পরিষেবা বন্ধ করে না। তিনি বলেন, “২০২৫-এর উপনির্বাচনে আমরা পাঁচটা আসনেই হেরেছি। কিন্তু আলিপুরদুয়ার তৃণমূল হারলেও এখানকার লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি প্রকল্প বন্ধ হয়ে যায়নি। এটাই তৃণমূল আর বিজেপির পার্থক্য। বিজেপি বাংলায় হারলেই প্রতিহিংসার রাজনীতি শুরু করে, সব কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেয়।” তিনি মনে করিয়ে দেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি বা ব্রিজের সংস্কার, সবটাই করেছে রাজ্য সরকার, যেখানে বিজেপি শুধু ভোটের সময় আসে।

   

SIR ইস্যুতে তোপ ও বিজেপির প্রতি হুঁশিয়ারি Abhishek Banerjee on laxmir bhander

ভোটার তালিকা সংশোধনী বা SIR-এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ তুলে সরব হন অভিষেক। তিনি বলেন, “৮০-৯০ বছরের বৃদ্ধদের হেনস্থা করা হচ্ছে। শুধু বাংলাতেই কেন এমনটা হবে? বিজেপি ভাবছে জেদ দেখিয়ে আমাদের থামাবে, কিন্তু মনে রাখবেন বিজেপির যা জেদ, তার চেয়ে ১০ গুণ বেশি জেদ আমার আছে। আমার জেদের কাছেই বিজেপিকে হার মানতে হবে।”

‘ম্যাজিক দেখাবে আলিপুরদুয়ার’

এদিন ফের একবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, “বিজেপির এই জাদুকররা জীবিত ব্যক্তিকে ভূত বানিয়ে দেন। ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ম্যাজিক দেখান।” এর মোকাবিলায় ভোটারদের এক অভিনব দাওয়াই দেন তিনি। অভিষেক বলেন, “বিজেপির লোক বাড়িতে এলে বলবেন ভোট আপনাদেরই দেব, কিন্তু ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ম্যাজিকটা দেখিয়ে দেবেন জোড়াফুলে বোতাম টিপে। আলিপুরদুয়ার এবার সেই ম্যাজিকটাই করে দেখাবে।”

১০ বছর আগের নোটবন্দি ও বর্তমান পরিস্থিতি

কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি আরও বলেন, “১০ বছর আগে নোটবন্দির লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছিল বিজেপি। কালো টাকা কি বন্ধ হয়েছে? বিজেপি শুধু মানুষের ভোটাধিকার আর অধিকার ছিনিয়ে নিতে জানে। যারা ১০টি প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যায়, তাদের যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।”

রাজনৈতিক মহলের মতে, আলিপুরদুয়ারের এই সভা থেকে অভিষেক কার্যত ২০২৬-এর যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। হারানো জমি পুনরুদ্ধার করতে ‘জেদ’ এবং ‘উন্নয়ন’, এই দুই অস্ত্রকেই হাতিয়ার করতে চাইছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

West Bengal: Abhishek Banerjee sounds the 2026 poll bugle from Alipurduar. Criticizing the BJP over central fund blocks and SIR voter list issues, he promises that TMC’s development and his “tenfold stubbornness” will defeat the opposition. Read the highlights.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন