
নদিয়া: আইপ্যাক (I-PAC) দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নদীয়ার তাহেরপুরের বিশাল জনসভা থেকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিযোগ করেন, ভোটার তালিকার বিশেষ সমীক্ষা (SIR) এবং ‘দিদির দূত’ অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করার ‘অপরাধেই’ আইপ্যাক-কে টার্গেট করেছে ইডি।
কেন আইপ্যাক-কে নিশানা? ব্যাখ্যা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, আইপ্যাক কোনো সাধারণ সংস্থা নয়, তারা তৃণমূলের নির্বাচনী রণনীতি এবং মানুষের অভাব-অভিযোগ শোনার ডিজিটাল মাধ্যমগুলি তৈরি করে দেয়। তিনি বলেন, “তৃণমূলের জন্য এরা একটি অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের সুবিধা হয়। কেন তারা গরিব মানুষকে সাহায্য করছে, কেন এসআইআর-এ তৃণমূলকে সহযোগিতা করছে, সেই রাগেই ইডি পাঠিয়ে রেড করানো হয়েছে।” তাঁর মতে, ইডি পাঠিয়ে আসলে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি।
“আমার স্ত্রী-সন্তান কাউকেই ছাড়েনি” Abhishek Banerjee on I-PAC ED raid
কেন্দ্রীয় এজেন্সির ‘হয়রানি’ নিয়ে এদিন ব্যক্তিগত আক্রমণকেও অস্ত্র করেন অভিষেক। তিনি বলেন, “বিজেপি ইডি-সিবিআই লাগিয়ে বিরোধীদের দমাতে চাইছে। আপনারা দেখেছেন, আমার স্ত্রী, বাবা-মা, এমনকি ছোট ছোট বাচ্চাদেরও ছাড়েনি। কিন্তু ওরা জানে না, আমরা অন্য ধাতুতে তৈরি। আমাদের মেরুদণ্ড ‘নট ফর সেল’। দিল্লির জল্লাদদের সামনে আমরা মাথা নিচু করব না।”
মোদীকে খোঁচা ও মতুয়া প্রসঙ্গ
গত ২০ ডিসেম্বর এই তাহেরপুরেই প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য তিনি আসতে পারেননি। সেই প্রসঙ্গ টেনে অভিষেক খোঁচা দিয়ে বলেন, “ওরা সভা ভরাতে পাশের জেলা থেকে লোক এনেছিল, আর এখানে রানাঘাট সাংগঠনিক জেলার শক্তিতেই তিল ধারণের জায়গা নেই।” এসআইআর আবহে মতুয়াদের উদ্বেগ নিয়ে প্রধানমন্ত্রী কোনো বার্তা না দেওয়ায় তাঁর সমালোচনা করেন অভিষেক।
তাঁর হুঁশিয়ারি, “ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, বিচারব্যবস্থা, সব আপনাদের হাতে থাকতে পারে। কিন্তু আপনাদের সঙ্গে মানুষ নেই। আমাদের সঙ্গে বাংলার গণদেবতা আছে।”
West Bengal: Our spine is not for sale,” thundered Abhishek Banerjee at a Taherpur rally while reacting to the ED raid on I-PAC. He alleged that the agency targeted the firm to disrupt the voter list survey and the “Didi Ke Dooth” app services for TMC.










