কলকাতা: ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ইস্যুতে ইন্ডিয়া জোটের অন্দরে ফাটল ধরেছে৷ ইভিএমের সমর্থনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার মন্তব্যের পালটা সুর চড়িয়েছেন কংগ্রেস। ইভিএম নিয়ে এই বিতর্কের মাঝে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিজস্ব মতামত ব্যক্ত করলেন তিনি। তাঁর কথায়, যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি ইভিএমের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তাদের উচিত প্রমাণসহ এগিয়ে এসে নির্বাচন কমিশনের কাছে ইভিএম হ্যাক করার পদ্ধতি দেখিয়ে দেওয়া৷ ( abhishek banerjee on evm discrepancy)
অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন abhishek banerjee on evm discrepancy
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইভিএমের বিরুদ্ধে যাঁরা প্রশ্ন তোলেন, তাঁদের যদি কিছু প্রমাণ থাকে, তাহলে তাঁরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে দেখান। যদি ইভিএমের ব়্যান্ডামাইজেশন সঠিকভাবে হয় এবং বুথে সঠিকভাবে কাজ করা হয়, তবে এই অভিযোগের কোনও ভিত্তি নেই।” তিনি আরও বলেন, ‘‘যদি কেউ মনে করেন ইভিএম হ্যাক করা সম্ভব, তবে নির্বাচন কমিশনের কাছে গিয়ে দেখান কীভাবে এটি করা সম্ভব। শুধুমাত্র কথা বলে কিছু হবে না।”
খোঁচা বিজেপি নেতার abhishek banerjee on evm discrepancy
অভিষেকের এই বক্তব্যের পরেই মুখ খোলে গেরুয়া শিবির৷ বিজেপি নেতা সত্রীশ চন্দ্র দুবে বলেন, ‘‘কিছুটা দেরী হলেও, অবশেষে তিনি সত্যিটা বুঝতে পেরেছেন৷’’ তাঁর আরও সংযোজন, ‘‘সম্প্রতি জম্মু-কাশ্মীর ও ঝাড়খণ্ডে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে INDIA জোট জয়ী হয়েছে। সেখানেও ইভিএম নিয়ে কোনও প্রশ্ন তোলা হয়নি।” তিনি আরও বলেন, “যখন নির্বাচনে কোনও দল জয়ী হয়, তখন তারা ইভিএম নিয়ে কিছু বলে না। কিন্তু হারের পরই এই অভিযোগ তোলা হয়।”
ইভিএম নিয়ে সন্দেহ
এদিকে, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, বিশেষত হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল দেখে। তাদের দাবি, ইভিএমের মাধ্যমে ভোটের ফলাফল কারচুপি হতে পারে। তবে বিজেপি পাল্টা দাবি করেছে যে, ঝাড়খণ্ডে জয়ী হওয়া ভারতীয় জাতীয় জনগণদল (INDIA) জোটের কোনও সদস্যই ইভিএম নিয়ে কোনও অভিযোগ তোলেনি।
জাতীয় কনফারেন্সের নেতা ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ইভিএম নিয়ে অভিযোগ মানতে নারাজ। তাঁর কথায়, ‘‘যদি কোনো দল ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন, তবে তাদের উচিত ধারাবাহিকভাবে এই প্রশ্ন তোলা। যে ইভিএমের মাধ্যমে একসময় আপনি জয়ী হয়েছেন, সেই ইভিএমে যদি পরবর্তীতে আপনি হেরে যান, তবে কেন আপনি সন্দেহ করবেন?”
ওমর আবদুল্লা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “লোকসভা নির্বাচনে আমি হারিয়েছিলাম, তবে কিছুদিন পর বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছি। আমি কখনও ইভিএমকে দোষী মনে করিনি।”
West Bengal: India Alliance divided over EVM issue. Omar Abdullah supports EVMs, while Congress opposes. TMC’s Abhishek Banerjee challenges critics to prove EVM hacking. Political debate intensifies.