নন্দীগ্রামকে কেন্দ্র করে ফের উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চলেছেন? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা।
সিঙ্গুরে BJP সভার আগেই মোদি-টাটা সম্পর্ক নিয়ে ‘বিস্ফোরক’ তৃণমূল সাংসদ
All India Trinamool Congress – AITC Supporters (FAM4TMC) নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট করা ওই ভিডিওতে দাবি করা হয়েছে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ।
কী রয়েছে সেই ভিডিওতে?
FAM4TMC-এর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকের ভিড়। কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। ভিডিওতে দাবি করা হয়েছে, নন্দীগ্রামের যুব সমাজ ও তৃণমূল কর্মীরা অভিষেককে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন।
FAM4TMC-এর তরফে রিয়া দে মল্লিক জানিয়েছেন, কর্মীদের আহ্বানের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তোমাদের মতো যুবরা পাশে থাকলে, আমি লড়াইয়ে প্রস্তুত।” এই একটি বাক্যই নতুন করে আগুনে ঘি ঢেলেছে রাজনৈতিক জল্পনায়।
উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার নন্দীগ্রামে এক সেবাশ্রয়ের সূচনা করেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। ওই সভায় লক্ষ করা যায় বিপুল জনসমাবেশ, যা রাজনৈতিক মহলের নজর কেড়েছে।
শুধু নন্দীগ্রাম নয়, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সভা থেকেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। একের পর এক জনসভায় তাঁর আক্রমণাত্মক বক্তব্য অনেকেই দেখছেন ২০২৬-এর নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে।
প্রার্থী হওয়া নিয়ে কী বলেছিলেন অভিষেক?
এর আগে কয়েক মাস আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “দল যে দায়িত্ব দেবে, আমি তা পালন করব।” সেই বক্তব্যই এখন নতুন করে ব্যাখ্যা করা হচ্ছে নন্দীগ্রামের প্রেক্ষিতে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নন্দীগ্রাম তৃণমূলের কাছে শুধু আসন নয়, বরং রাজনৈতিক মর্যাদার প্রশ্ন। সেই কারণে এখানে প্রার্থী নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

