২০২৬ বিধানসভা ভোটের আগে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আবার নন্দীগ্রাম। ২০২১-এ মমতা বনাম শুভেন্দুর ঐতিহাসিক লড়াইয়ের পর জল্পনা এখন— এবার কি সেই আসনেই মুখোমুখি হবেন শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়? সোমবার মহেশতলার ‘সেবাশ্রয় ২’ কর্মসূচির মঞ্চ থেকে সেই প্রশ্নেই বড় ইঙ্গিত রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তিনি কি প্রস্তুত?
সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন— সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কার্যত তাঁকে নন্দীগ্রাম থেকে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তিনি কি প্রস্তুত? অভিষেকের জবাব, রাজনৈতিক বার্তা যেমন ছিল স্পষ্ট, তেমনই ছিল দলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের সুর।
তিনি বলেন, “হয়তো সুকান্ত মজুমদারের এটাই গোপন ইচ্ছে। তবে তৃণমূলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত তৃণমূলই নেবে। দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবেই কাজ করব। দল যদি বলে নন্দীগ্রামে দাঁড়াতে, দাঁড়াব। যদি দার্জিলিং বলে, সেখানেও দাঁড়াব— অন রেকর্ড বলছি।”
যে কোনও কঠিন আসনে লড়তে প্রস্তুত
তৃণমূল মহাসচিবের এই বক্তব্যে জল্পনা আরও বেড়েছে। নন্দীগ্রাম থেকে তাঁর প্রার্থী হওয়া কি তাহলে সময়ের অপেক্ষা? নাকি এটি শুধুই রাজনৈতিক বার্তা— যে দলে তাঁর ভূমিকা এখন রাজ্যজুড়ে, এবং প্রয়োজনে যেকোনও কঠিন আসনেও লড়তে প্রস্তুত তিনি?
যেভাবেই হোক, অভিষেকের এই মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে ২০২৬ ভোটের অন্যতম হটসিট নন্দীগ্রামকে ঘিরে উত্তাপ। শুভেন্দু বনাম অভিষেক— এই সম্ভাব্য লড়াই ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোচনা শুরু হয়েছে।
