Abhishek Banerjee: ছ’দফাতে তৃণমূলের ঝুলিতে ক’টা আসন? বড় ঘোষণা ‘সেনাপতি’ অভিষেকের

নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে মঙ্গলবার বড় দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা, লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই জোড়-ফুল ২৩টি আসন পেয়ে গিয়েছে। বিজেপির ‘চাণক্য’…

Abhishek Banerjee Begins North Bengal District Meetings Today for Election Preparation

নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে মঙ্গলবার বড় দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা, লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই জোড়-ফুল ২৩টি আসন পেয়ে গিয়েছে। বিজেপির ‘চাণক্য’ অমিত শাহ দাবি করেছেন বাংলা থেকে এবার পদ্ম শিবিরের ৩০টি আসন পাকা। প্রধানমন্ত্রী মোদীরও দাবি বাংলা এবার বড় লাভ করবে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে এ দিন বিজেপিকে চ্যালেঞ্জও ছুঁড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি, ‘৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।’।

কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

   

মঙ্গলবার অভিষেক বলেন, ‘সংবাদমাধ্যমের বন্ধুরা এবং আরও অনেকে আমাকে ভোটের ফল সম্পর্কে আমার আনুমান জানতে চেয়েছেন। প্রশ্ন করেছেন, আসন্ন নির্বাচনে তৃণমূল ক’টা আসনে জিতবে। আমি বলেছিলাম, সঠিক সময়ে প্রকাশ করব।’

এরপরই রাজ্যের শাসক দলের ‘সেনাপতি’র সংযোজন, ‘আজ, আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে গত ছ’দফায় ৩৩টি লোকসবা আসনের মধ্যে ভোট হয়েছে। ৯টি আসন এখনও বাকি আছে। তৃণমূল গত ছ’পর্বেই ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।’

‘আর মাত্র সাত-আটদিন…’, মোদীকে নিয়ে বিরাট মন্তব্য মমতার

Advertisements

ভোটে ভরাডুবি নিশ্চিত জেনেই বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করেছে বলে দাবি করেছেন অভিষেক। বলেছেন, ‘কেন? কারণ, কেন্দ্রীয় বাহিনীও জানে যে ৪ জুন গণতান্ত্রিক জোট ইন্ডিয়e কেন্দ্রে সরকার গঠন করবে।’

স্বামীজির স্থানে এবার মোদী! বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে অভিষেকের মন্তব্য, ‘বিজেপির এখন- অফ দি এজেন্সি, বাই দি এজেন্সি অ্যান্ড ফর দি এজেন্সি। কিন্তু আমরা জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য।’