সোনালি বিবির স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee Calls on Sonali Bibi During Hospital Visit
Abhishek Banerjee Calls on Sonali Bibi During Hospital Visit

সদ্য সন্তানের জন্ম দিয়েছেন সোনালি বিবি। মাতৃত্বের এই বিশেষ মুহূর্তে তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি। মঙ্গলবার হাসপাতালে গিয়ে সোনালি বিবির সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিলেন।

হাসপাতালে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সোনালি বিবির শারীরিক অবস্থা কেমন, সন্তান ও মায়ের চিকিৎসা ঠিকমতো চলছে কি না—সব বিষয়েই বিস্তারিত তথ্য নেন তিনি। চিকিৎসকদের তরফে জানানো হয়, মা ও সন্তান দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে। এরপর সোনালি বিবির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন অভিষেক। তাঁকে শুভেচ্ছা জানান মাতৃত্বের জন্য এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেন। অভিষেকের এই সাক্ষাতে আবেগপ্রবণ হয়ে পড়েন সোনালি বিবি ও তাঁর পরিবার। পরিবারের সদস্যরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে সুযোগ পেলেই তিনি সোনালি বিবির সঙ্গে দেখা করবেন। সেই অনুযায়ী নিজের ব্যস্ত কর্মসূচির মধ্যেও সময় বের করে হাসপাতালে পৌঁছান তিনি। রাজনৈতিক কর্মসূচির বাইরে এমন মানবিক ভূমিকা নেওয়ায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

হাসপাতাল পরিদর্শনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের পাশে থাকা রাজনীতির অন্যতম দায়িত্ব। তিনি জানান, শুধু রাজনৈতিক মঞ্চেই নয়, মানুষের সুখ-দুঃখের সময়েও পাশে দাঁড়ানো জরুরি। সদ্য মা হওয়া সোনালি বিবির জন্য তিনি ও তাঁর দল সবরকম সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন