BSF firing: বিএসএফের গুলিতে যুবক মৃত্যুতে বাক্-যুদ্ধে অভিষেক-নীশিথ

Abhishek Banerjee and Nishith Pramanik

বিএসএফের গুলিতে (BSF firing) কোচবিহারের এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ শনিবার মাথাভাঙার সভা থেকে সরাসরি বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি আগামী ১৯ তারিখ নীশিথ প্রামাণিকের (Nishith Pramanik) বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি৷ এবার অভিষেককে পাল্টা তোপ শাহের ডেপুটির৷

এদিন তিনি বলেন, রাজনৈতিক ভাবে একেবারে দেউলিয়া হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও রাজনৈতিক কর্মসূচি না থাকার কারণে এ ধরনের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশের নিরাপত্তার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ছোট করে দেশকে ছোট করার চেষ্টা করছেন। ভীষণ লজ্জাজনক মন্তব্য করেছেন। কোনও দায়িত্বশীল নেতার এ ধরনের মন্তব্য করা কখনই উচিত নয়।

   

শনিবার নিহত প্রেমকুমারের পরিবারকে মঞ্চে নিয়ে আসেন অভিষেক। এরপরেই বলেন, বিএসএফকেও প্রশ্ন করছি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর ডেপুটি কোচবিহারের লজ্জা নিশীথ প্রামাণিককেও প্রশ্ন করছি। যারা কথায় কথায় বলে রাজবংশী অন্তপ্রাণ। প্রেম কুমার বর্মন কী? গরু পাচারকারী? ৪৮ ঘন্টা সময় দিলাম। তোমার অবস্থান পরিষ্কার করো। মানুষের কাছে ক্ষমা চাও। প্রেমকুমার ময়নাতদন্তের রিপোর্ট আমার হাতে এসে পৌঁছেছে। আমি নিজে এই রিপোর্ট হতবাক। তাঁর পোস্টমর্টেম রিপোর্ট বলছে, তাঁর শরীর থেকে কটা বুলেট পেয়েছে জানেন?

তাঁর সংযোজন, যে বন্দুক দিয়ে কাশ্মীরে আধাসেনা জঙ্গি মারে। সেই বন্দুক দিয়ে প্রেমকুমারকে হত্যা করেছে বিএসএফ। কটা পেলেট পাওয়া গেছে জানেন? যদি সে গরুপাচারকারী হয়! তাঁকে হেফাজতে নিয়ে অন্য ব্যবস্থা নেওয়া হোক। যখন তাঁকে মেরেছে তাঁর থেকে গরু উদ্ধার হয়েছে? সোনা উদ্ধার হয়েছে? প্রশাসনের কাছে অনুরোধ। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এর শেষ দেখতে চাই। আমি এটা নিয়ে মুখ্যমন্ত্রীকে জানাবো। আমি নিজে তৎপর হয়ে লেগে থাকব। যদি কেউ একটা পরিবারের সঙ্গে অন্যায় করে থাকে আমি ছাড়ব না। আমি এর জন্য সুপ্রিম কোর্ট যেতে প্রস্তুত। প্রেমকুমারের শরীর থেকে ১৮০ টি গুলি পাওয়া গেছে। তাঁর পায়ে এমন মারা হয়েছে রক্তক্ষয়ের কারণে মারা গেছে।

সেদিন থেকেই কোচবিহার জুড়ে বিরাট কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক। আগামী ১৯ তারিখি জেলা তৃণমূলের তরফে সাংসদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি স্থির করেন৷ স্বাভাবিকভাবেই প্রেমকুমারের মৃত্যু ঘিরে বাড়তে চলেছে রাজনৈতিক উত্তাপ। এবিষয়ে কোনও সন্দেহ নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন