‘বাংলায় সন্ত্রাস ছড়াতে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে’, বিস্ফোরক মন্তব্য সেনাপতির

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিএসএফের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ‘‘রাজ্যে অশান্তি ছড়াতে বিএসএফ বাংলায় জঙ্গি ঢুকিয়েছে।’’…

Abhishek Banerjee Accuses BSF of Assisting Terrorist Infiltration in Bengal

short-samachar

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিএসএফের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ‘‘রাজ্যে অশান্তি ছড়াতে বিএসএফ বাংলায় জঙ্গি ঢুকিয়েছে।’’ ডায়মন্ড হারবারে (Abhishek Banerjee)  ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। অভিষেকের দাবি (Abhishek Banerjee) , ‘‘রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয়। জেহাদিদের গ্রেপ্তার করতে তাদের পরিশ্রমের ফলেই একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে।’’ তাঁর মতে, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএসএফের কার্যকলাপের মাধ্যমে রাজ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে।

   

অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, ‘‘বিরোধীরা বলছে বাংলা সন্ত্রাসের হাব হয়ে উঠছে, কিন্তু বাংলায় যে উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন এসেছে, তা তারা চোখে দেখে না।’’ তিনি আরও যোগ করেন, ‘‘বাংলা সন্ত্রাসের হাব হবে, তবে তা হবে শিক্ষা, স্বাস্থ্যের এবং উন্নয়নের হাব।’’ তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি বিরোধী দলগুলিকে কটাক্ষ করেন, যারা রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলছে।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং তার সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের নীরব ভূমিকা নিয়েও তিনি তীব্র আক্রমণ শানান। অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘‘৫ আগস্টের পর বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার কী পদক্ষেপ নিয়েছে? হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল কেন্দ্র, কিন্তু এখন কী করছে?’’ অভিষেকের (Abhishek Banerjee) দাবি, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘‘কেন্দ্র সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে হাত গুটিয়ে বসে রয়েছে এবং বাংলাদেশের হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে তারা নির্বিকার।’’

আবার, রাজ্যে অনুপ্রবেশের বিষয়ে অভিষেক বিএসএফকেই দায়ী করেন। তাঁর কথায়, ‘‘সীমান্তের দায়িত্ব তো বিএসএফের হাতে। তারা কেন রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না?’’ তাঁর এই অভিযোগের মাধ্যমে তিনি সীমান্তরক্ষা বাহিনীর উপর প্রশ্ন তোলেন এবং রাজ্য পুলিশের ভূমিকা তুলে ধরেন।

অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগের ভিত্তি হলো, বাংলাদেশের পরিস্থিতি এবং রাজ্যে একাধিক সন্দেহভাজন জঙ্গির গ্রেপ্তার। তিনি জানিয়েছেন, ‘‘রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর এবং তারা সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করছে।’’ তৃণমূলের নেতা এভাবেই কেন্দ্রের অযত্ন এবং বিএসএফের দায়িত্বহীনতা নিয়ে সরাসরি আক্রমণ করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই মন্তব্যগুলির মাধ্যমে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে। তাঁর কথায়, ‘‘কেন্দ্রের দায়িত্বের অঙ্গ হিসেবে বিএসএফকে এই বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং যদি রাজ্য পুলিশ না থাকে, তাহলে আরও বেশি জঙ্গি ঢুকে পড়তে পারত।’’

এভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত অভিযোগের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে দায়িত্ব এবং কার্যকলাপের মধ্যে পার্থক্য তুলে ধরতে চান, এবং তাঁরা নিজেদের দায়িত্বে যাতে আরও সক্রিয় হন, সেই আহ্বান জানান।