তৃণমূল ফ্রিহ্যান্ড দিলে অযোগ্যদের নাম বার করে দেব: অভিজিৎ

কলকাতা: ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির ঘটনায় ২৫,৭৫২ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। ‘কাঁকড়’ বাছাইয়ের কাজ সঠিকভাবে না করতে পারায় বিপদে পড়েছেন এই শিক্ষকরা। ‘লক্ষ্মী বারে’…

Abhijit on Supreme Court SSC Vedict

কলকাতা: ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির ঘটনায় ২৫,৭৫২ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। ‘কাঁকড়’ বাছাইয়ের কাজ সঠিকভাবে না করতে পারায় বিপদে পড়েছেন এই শিক্ষকরা। ‘লক্ষ্মী বারে’ সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের সরকারি স্কুলের একাধিক শিক্ষক তাঁদের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। কাজ হারিয়েছেন অশিক্ষক কর্মীরাও৷ তদন্তকারীরা, এমনকি এসএসসি, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সঠিকভাবে বাছাই করতে পারেনি। তবে, এই পরিস্থিতিতে নতুন উদ্যম নিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি এই ‘বাছাই’ কাজে সফল হবেন বলেই আত্মবিশ্বাসী। (Abhijit on Supreme Court SSC Vedict)

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য Abhijit on Supreme Court SSC Vedict

গতকালের রায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “যারা সৎভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য একটি রিভিউ পিটিশন জমা দেওয়া হোক। তৃণমূলের তরফ থেকে যদি আমাদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তবে আমি জালিয়াতি করে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা বের করে দেব।”

   

তিনি আরও দাবি করেন, “এটা স্পষ্ট যে, একটি জালিয়াতি হয়েছে। যারা এই কাজ করেছে, তারা এখন জেলে রয়েছে। তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে জালিয়াতি করে চাকরি পাওয়া শিক্ষকদের নাম বের করা প্রয়োজন।”

Advertisements

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় Abhijit on Supreme Court SSC Vedict

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টের মতোই একই রায় দিয়েছিলেন। আজ, এক বছর পর সেই রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। গঙ্গোপাধ্যায় বলেন, “যদিও সুপ্রিম কোর্ট সরাসরি আমার রায় বহাল রাখেনি, তবে পরোক্ষভাবে আমার রায়ই বহাল রেখেছে। আমার রায়ের পর কলকাতা হাইকোর্টে আরও একটি ডিভিশন বেঞ্চে মামলা চলেছিল, যা শেষে সুপ্রিম কোর্টে গিয়েছিল।”

এই মামলা এখন আরও নতুন মোড় নিতে চলেছে, যেখানে জালিয়াতি করে চাকরি পাওয়া শিক্ষকদের নাম উন্মোচিত হতে পারে।

West Bengal: Supreme Court upholds Kolkata High Court’s recruitment scam verdict, canceling the panel. Justice Abhijit Ganguly calls for transparency and a review petition to identify fraudulent teachers. A pivotal legal case shaping justice in recruitment practices.