কলকাতা: হাই ওয়েতে হাই-টেনশন৷ গাড়ি থামিয়ে বচসায় জড়ালেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক। ঝগড়ার নেপথ্যে গাড়ির গতি৷ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে আদালতের যাবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ৷ (abhijit going to court against babul)
দ্বিতীয় হুগলি সেতুতে বচসা abhijit going to court against babul
শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে ঘটনাটি ঘটে৷ তুমুল বাকবিতণ্ডায় জড়ান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে শুরু হয় কুকথার বন্যা৷ অভিযোগ, বাবুল সুপ্রিয়কে উদ্দেশ্য করে গালিগালাজ করেন বিজেপি সাংসদ। প্রতিবাদ জানান বাবুল৷ তাঁকে ক্ষমা চাইতে বলেন রাজ্যের মন্ত্রী। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনও ভাবেই ক্ষমা চাইতে নারাজ৷ সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ অশান্তি চরমে উঠলে মধ্যস্থতা করে পুলিশ৷ হাওড়া সিটি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এদিকে, দ্বিতীয় হুগলি সেতুর মতো ব্যস্ত জায়গায় দুই ভিভিআইপি-র গাড়ি থেমে অশান্তির জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বাবুল মত্ত abhijit going to court against babul
এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বাবুল মত্ত অবস্থায় ছিলেন৷ তিনি গাড়ি থামিয়ে হামলার চেষ্টা চালান। তর্কাতর্কির সময় বাবুলের জন্য তাঁর মোবাইল পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ‘চাকরি খেয়েছেন’ বলেও কটু কথা বলেন রাজ্যের মন্ত্রী। এ বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷
গালি দিয়েছেন অভিজিৎ abhijit going to court against babul
শুক্রবার দু’জনেই কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন৷ বাবুলের অভিযোগ, একটি গাড়ি পিছন থেকে দ্রুত গতিতে এসে সমানে হর্ন বাজাচ্ছিল৷ সেই সময় জানলা দিয়ে মুখ বাড়িয়ে পিছনের গাড়িটিকে ধীরে চলার পরামর্শ দেন তিনি৷ যাতে দুর্ঘটনা না ঘটে৷ কিন্তু গাড়িটি বেপরোয়া ছিল৷ গাড়ির পিছনের আসনে বসা ব্যক্তি জোরে গাড়ি চালিয়ে যেতে বলেন৷ তখনও পর্যন্ত বাবুল জানতেন না, ওই গাড়িতে কে ছিলেন৷
এর পর ওই গাড়িটি কিছুটা এগিয়ে যায়৷ কোনও রকমে সেটি থামান বাবুল। তার পরেই জানতে পারেন, ওই গাড়িতে রয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাংসদকে দেখে গাড়ি আস্তে চালানোর কথা বলেন। কিন্তু অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর কথার পাত্তা না দিয়ে গালাগাল করতে শুরু করেন৷ বলেন, ‘যা করেছে বেশ করেছে।’ এর পরেই তুমুল বচসা বাধে৷
West Bengal: BJP MP and TMC MLA engaged in a heated argument over vehicle speed on the Second Hooghly Bridge, causing a massive traffic jam. The incident involved BJP MP Abhijit Gangopadhyay and TMC Minister Babul Supriyo. Police intervened to control the situation.