তিনি এতদিন বিচার করতেন। ‘ভগবান’ সম্বোধন করে তাঁকে ডাকতেন বিচারপ্রার্থীরা। এবার সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই (Abhijit Ganguly) বিচার চেয়ে আদালতের দ্বারস্থ। করলেন মামলা। আগামী মঙ্গালবার শুনানির সম্ভাবনা রয়েছে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর।
বিচারপতি পদ ছেড়ে ভোটযুদ্ধে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, ভোটের মাঝেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সেই ইস্যুতে পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। দ্রুত যাতে এফআইআর খারিজ করা হয় সেই আবেদনই জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানি হবে।
গত শনিবার রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেয়। এরপরই দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূল শিক্ষক সংগঠনের তরফে। সেই মামলার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে গিয়েছেন অভিজিৎবাবু।
Lok Sabha Election: ইভিএমের বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে! তুমুল চাঞ্চল্য নদিয়ায়
বিজেপি প্রার্থীর দাবি, যে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যে। ভোটের মাঝে প্রচারে বাধা দেওয়ার জন্যই এই কাজ করেছে তৃণমূল। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, ‘যারা অভিযোগ করেছে তারা এসব মামলা থেকে কতদিন বেঁচে থাকবে সেটাও দেখবো।’ অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিজেপির দাবি, তাদের তরফে কোনও হামলা করা হয়নি। বরং শান্তিপূর্ণভাবে মিছিল চলার সময়েই তৃণমূল অযথা অশান্তি তৈরির চেষ্টা করে। আচমকাই তৃণমূলের লোকজন ‘অভিনয়’ করে বলে দাবি গেরুয়া শিবিরের।