প্রাক্তন বিচারপতি অভিজিৎ শুরু করেছেন চোখের ডাক্তারি! সারাবেন তৃণমূল সাংসদদের চোখের রোগ?

কিছুদিন আগেই বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছেন। কিন্তু প্রশ্ন উঠছে তমলুকের সদ্যনির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) কি এবার তাহলে…

কিছুদিন আগেই বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছেন। কিন্তু প্রশ্ন উঠছে তমলুকের সদ্যনির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) কি এবার তাহলে ডাক্তারি শুরু করলেন? কারণ তিনি এখন রোগের সম্ভাবনার কথা ভবিষ্যৎবাণী করছেন! তাও আবার যে সে রোগ নয়, একেবারে চোখের রোগ! সেক্ষেত্রে কি চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে নয়া ভূমিকায় আসতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)?

শপথে গুজরাটের ‘জয়গান’ মমতা-প্রিয় বাংলার তৃণমূল সাংসদের

   

সম্প্রতি সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় আসার পর এটিই প্রথম অধিবেশন। স্বাভাবতই এই অধিবেশনেই সমস্ত নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের বাক্য পাঠ করার রীতি পালন করা হচ্ছে। সেখানেই পশ্চিমবঙ্গের তৃণমূলের বিভিন্ন সাংসদরাও শপথ বাক্য পাঠ করছেন নির্দিষ্ট নিয়ম মেনেই।

মধ্যগগণে হকার উচ্ছেদ অভিযান, বৃহস্পতিতে ফের বৈঠক ডাকলেন মমতা

কিন্তু মজার বিষয়, শপথ বাক্য পাঠ শেষ করার পর প্রায় প্রত্যেক তৃণমূল সাংসদই জয় হিন্দ-এর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানও দিচ্ছেন। ওদিকে রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী তথা ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক আবার আরও একধাপ এগিয়ে কাজ করেছেন। নিজের জামার বুক পকেটে পার্থবাবু একেবারে বড় করে ‘জয় বাংলা’ লেখাটাই ছাপিয়ে এনেছিলেন।

আর এইসব দেখেই রীতিমত কটাক্ষের সুর প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) গলায়। তার বক্তব্য, ছোটবেলায় জয় বাংলা বলতে আমরা বুঝতাম চোখ লাল হওয়া বা চোখ ওঠার রোগকে। তিনি আরও ব্যঙ্গ করে বলেছেন, এই জয়-বাংলা হলে যেরকম চোখ দিয়ে জল পড়ে, সেরকমই তৃণমূল নেতাদেরও চোখ দিয়ে জল পড়ার সময় এসে গিয়েছে। তাই তাঁরা জয় বাংলা বলে চেঁচাচ্ছেন।

তবে ডাক্তারির পরিভাষায় এই চোখের ‘জয় বাংলা’ আদতে কনজাংটিভাইটিস নামের একটি চোখের অসুখ। চোখের ভাইরাল বা প্যারাসাইট ইনফেকশনের জন্য চোখ লাল হয়ে জল পড়ার উপসর্গ দেখা যায় এই রোগে। অন্যদিকে আবার ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে একটি বিতর্কও রয়েছে। অনেকের মতেই বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম মুক্তিযুদ্ধের সময় এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। তাঁদের মতে এই স্লোগান বাংলাদেশের সাথেই সম্পর্কযুক্ত।

যদিও বঙ্গের তৃণমূল শিবির, বিজেপির ‘জয় শ্রী রামের’ পাল্টা হিসাবে ‘জয় বাংলা’-কে ব্যবহার করা শুরু করেছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় থেকে। যেটি এখন তৃণমূলের রাজনৈতিক স্লোগান শুধু নয়, রীতিমতো তাদের রাজনৈতিক পরিচয়ের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নতুন চক্ষু বিশেষজ্ঞ অভিজিৎবাবুর (Abhijit Ganguly) যা বক্তব্য, তাতে নিজেদের চোখ নিয়ে কি চিন্তিত হবে তৃণমূল শিবির? তাঁদের চিন্তা হোক বা না হোক, দিল্লির সংসদীয় রাজনৈতিক মহলে বিশেষ করে তৃণমূল সাংসদদের মধ্যেই কিন্তু এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।