Cow Smuggling Case: সাতসকালে সিবিআই আদালতে হাজির আব্দুল লতিফ

সাতসকালে দলবল নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন তিনি। শুনানি শুরুর অন্তত দু’ঘণ্টা আগে তিনি আদালতে উপস্থিত হয়েছেন।

No Hearing in Lawyer's Death Case: Doubts Arise over Abdul Latif's Alleged Role in Cow Smuggling

সাতসকালে দলবল নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন তিনি। শুনানি শুরুর অন্তত দু’ঘণ্টা আগে তিনি আদালতে উপস্থিত হয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন লতিফ। তাঁর মামলার শুনানি হওয়ার কথা ছিল ৬ মে। কিন্তু ওই দিন এক আইনজীবীর মৃত্যুতে শোকপালন করা হচ্ছিল আদালতে। তাঁর জন্য ২৭ এপ্রিলের নির্দেশই ৮ মে পর্যন্ত বহাল রাখা হয়েছিল। সোমবার সকাল সকাল আবার তিনি আদালতে চলে এসেছেন।

সোমবার সকাল ৭টা নাগাদ লতিফ সিবিআই আদালতে আসেন। তাঁর সঙ্গে তাঁর কয়েক জন সঙ্গীও রয়েছেন। বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে এই মামলার শুনানি হবে। সকাল ৯টায় বিচারপতি এজলাসে আসবেন বলে খবর।

Advertisements

গরু পাচারকাণ্ডে লতিফের নাম জড়িয়েছে। তিনি বীরভূমের তৃণমূল সভাপতি তথা গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত।
উল্লেখ্য, চার্জশিট পেশের পর থেকেই লতিফকে গ্রেফতার করতে সক্রিয় হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লিতে তাঁকে ডেকেও পাঠানো হলে, অসুস্থতার কথা বলে তিনি হাজিরা এড়িয়ে যান। লতিফের রক্ষাকবচের জন্য তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আপাতত করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।