AAP: আমের দেশে সক্রিয় আম আদমিরা

বিধানসভা ভোটে পাঞ্জাবে বিপুল ভোট পেয়ে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। এদিকে পাঞ্জাবে বিপুল জয়ের পর মালদা শহরে আম আদমি পার্টির…

AAP: আমের দেশে সক্রিয় আম আদমিরা

বিধানসভা ভোটে পাঞ্জাবে বিপুল ভোট পেয়ে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। এদিকে পাঞ্জাবে বিপুল জয়ের পর মালদা শহরে আম আদমি পার্টির নামে পড়ল পোস্টার।

এই মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে কেজরিওয়ালের দলের। পোস্টারে আরও লেখা রয়েছে, ‘নোংরা রাজনীতিকে করতে সাফ বাংলায় এবার আসছে আপ।’ সেইসঙ্গে রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে লড়বে বলে জানিয়েছে আপ। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি শিবির।

   

AAP: আমের দেশে সক্রিয় আম আদমিরা

Advertisements

<

p style=”text-align: justify;”>মালদহের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় এই পোস্টার দেখা গিয়েছে। সূত্র মারফত খবর, মালদায় সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর ঘোষ সংবাদমাধ্যমকে জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি মালদহে প্রার্থী দেবে। স্বচ্ছ রাজনীতির মাধ্য়মে কাজ করতে চায় আপ। কোনও রকম ভাঁওতাবাজি করে রাজনীতি করতে চান না।