ঝুলে থাকা বিদ্যুতের তারে মরণফাঁদ! বাইশে থমকে গেল তরতাজা প্রাণ

বাড়ি ফেরার পথেই বিদ্যুৎতের (electrocution) তার ছাতার মধ্যে লেগে মৃত্যু হল এক তরুণীর। হাওড়ার বাসিন্দা পূরবী দাসের মৃত্যুর ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মৃত তরুণীর…

purabi final

বাড়ি ফেরার পথেই বিদ্যুৎতের (electrocution) তার ছাতার মধ্যে লেগে মৃত্যু হল এক তরুণীর। হাওড়ার বাসিন্দা পূরবী দাসের মৃত্যুর ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মৃত তরুণীর বয়স ২২ বছর। বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাড়ি ফেরার সময় এই ঘটনাটি ঘটেছে। হাওড়ার (Howrah) শালকিয়ার শম্ভুনাথ ব্যানার্জি লেনের বাসিন্দা ওই তরুণী।

কেন্দ্রীয় আইনে না! বিধানসভায় ধ্বনি ভোটে পাশ ন্যায় সংহিতা বিরোধী প্রস্তাব

   

বৃহস্পতিবার গোটা দিন প্রবল বৃষ্টি হয়েছে গোটা বাংলা জুড়ে। একই পরিস্থিতি হাওড়ারও। অধিকাংশ জায়গায় জমেছে জল। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে কোথাও কোথাও ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের তার ছিড়ে পড়েছে বিভিন্ন জায়গায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ সালকিয়ার ভৈরব ঘটক লেন দিয়ে বাড়ি ফিরছিলেন পূরবী। স্বাভাবিকভাবেই ছাতা ছিল মাথায়। বাড়ি ফেরার পথে একটি ভগ্নপ্রায় বাড়ি থেকে ঝুলে থাকা বিদ্যুতের তার পূরবীর ছাতার সংস্পর্শে আসে। তখনই তড়িদাহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন তরুণী।

শুভেন্দুর হাতে ‘মিষ্টি’ খেয়ে দিলীপের মুখে মমতার ‘শুভনন্দন’! নতুন খেলা শুরু?

ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত তরুণী এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। এই ঘটনার পর এলাকার লোকজনই সিইএসসি কর্তৃপক্ষকে খবর দেন। সিইএসসি এসে ওই ভগ্ন প্রায় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।