Buxa Tiger Reserve: ড্রোন ক্যামেররায় বক্সার জঙ্গলে ধরা পড়ল মোট ১১ বাঘ

আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে (Buxa Tiger Reserve) মোট ১১ টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছে। ড্রোন ক্যামেরা দিয়ে বাঘের সংখ্যা জানতে পারা গিয়েছে।

Buxa Tiger Reserve

আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে (Buxa Tiger Reserve) মোট ১১ টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছে। ড্রোন ক্যামেরা দিয়ে বাঘের সংখ্যা জানতে পারা গিয়েছে। উত্তরবঙ্গ সফরে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন৷

Advertisements

এদিন প্রশাসনিক বৈঠকের পর তিনি জানিয়েছেন, ব্যাঘ্র প্রকল্পের আওতায় মোট ১৫ টি বনবস্তি রয়েছে। এর মধ্যে দুটি বন বস্তিতে অন্যত্র সরিয়ে নিয়ে না যাওয়ার চিন্তা-ভাবনা শুরু হয়েছে। ওই দুটি বন বস্তির বাসিন্দাদের নগদ ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, অন্যত্র চলে যাওয়ার পরে। ব ক্সার বাঘ বনে আরও ২০ টি বাঘ আনা হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisements

বাঘ যদি আসে সেই ভয়েই ওই এলাকার বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছেন। তারা দাবি করছেন, তাদের জন্য আলাদা করে বাসস্থানের ব্যাবস্থা করে দিতে হবে। কারণ, তাদের বাচ্চাদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। তাই একেবারে নিরাপদ জায়গা চাইছেন তারা। বন দপ্তরের কাছ থেকে জানা গেছে , তাদের

জন্য জায়গা দেখে তবেই আনা হবে নতুন বাঘ।
তবে কটা বাঘ আছে সেটা গুনেই আনা হবে বাঘ। কারণ শুধু বাঘ আনলেই হবে না৷ তাদের রক্ষনাবেক্ষন করতে হবে। তাই একটু ধীরেসুস্থে এই কাজটা করতে চাইছেন তারা।