HomeBharatPoliticsনন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে বিবস্ত্র করে ৩০০ মিটার হাঁটানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি...

নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে বিবস্ত্র করে ৩০০ মিটার হাঁটানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

- Advertisement -

আরজি কর-এর ঘটনা নিয়ে সমগ্র দেশজুড়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জ্বলছে দেশ। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ প্রদর্শন। এরই মাঝে ফের একবার মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। আরজি কর-এর ঘটনার মাঝেই নন্দীগ্রামে (Nandigram) এক ভয়ানক ঘটনা ঘটে গেল। তৃণমূল করার অভিযোগে এক মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ উঠল। আর এই নিয়ে সরব হলেন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীর স্ত্রীকে নগ্ন করে রীতিমতো রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। এমনিতে কিছু না কিছু ঘটনা নিয়ে বরাবরই শিরোনামে থাকে নন্দীগ্রাম, এবারও তার ব্যতিক্রম ঘটল না। কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নন্দীগ্রাম গোকুলনগর। তৃণমূল করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে ৩০০ মিটার দৌড়তে বাধ্য করল বিজেপির দুষ্কৃতীরা। তারপর নিগ্রহ। আপাতত এক বিজেপি নেতা গ্রেপ্তার। সবকজনের গ্রেপ্তার চাই ।’

   

কুণাল ঘোষ তৃণমূল কর্মীর নন্দীগ্রাম থানার আইসিকে হাতে লেখা একটি চিঠির ছবি অবধি পোস্ট করেছেন। এই পোস্ট অনুযায়ী, পূর্ব আক্রোশের কারণে ওই তৃণমূলের কর্মীর স্ত্রীকে তাঁর অবর্তমানে বাড়িতে ঢুকে টেনে হিঁচরে রাস্তায় নামিয়ে আনা হয়। সেইসঙ্গে বাড়তে ভাঙচুর, টাকা, জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছেন বিজেপির কয়েকজন। ওই তৃণমূল কর্মীর অভিযোগ, বিজেপির লোকেরা তাঁর স্ত্রীকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার অবধি বিবস্ত্র অবস্থায় হাঁটানো হয়েছে।

তাঁর আরও অভিযোগ, বিজেপি কর্মীদের আঘাতে তাঁর স্ত্রীর শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছে। এমনকি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলার পরিবারের সঙ্গে এলাকার কিছু বিজেপি সমর্থক পরিবারের বিবাদ ছিল জমিজমা নিয়ে। সেই বিবাদের জেরেই গতকাল শুক্রবার ওই তৃণমূলকর্মীর স্ত্রীকে প্রথমে মারধর করা হয় এবং তারপর তাঁকে বিবস্ত্র করে প্রায় ৩০০ মিটার হাঁটানো হয় নগ্ন অবস্থায় গ্রামের মধ্যে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় ইতিমধ্যে ৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular