ভোট সপ্তমীতেও বাংলায় হিংসা স্পষ্ট। আজ শনিবার লোকসভা ভোটের শেষ দফায় নতুন করে শিরোনামে উঠে এল বসিরহাট থেকে শুরু করে সন্দেশখালি। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের আরো বহু জায়গায় ব্যাপক হিংসার খবর প্রকাশ্যে উঠে আসছে। কিন্তু এবার বসিরহাটের এক বুথে শুভেন্দুকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে তুবর চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনা প্রসঙ্গে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেছেন, “যখন একজন বুথ এজেন্টকে মারধর করে জলে ফেলে দেওয়া হচ্ছিল, তখন শুভেন্দু নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করতে গিয়েছিলেন। পরে তাঁরা শুভেন্দুকেও মারধর করে এবং তিনি গুরুতর আহত হন। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।”
এদিকে আজ ভোট দিয়ে বেরিয়ে এসে অত্যন্ত আত্মবিশ্বাসের সুরে রেখা পাত্র জানালেন, তৃণমূলের গড় বসিরহাটে পদ্ম ফুটবে। বলেন, ‘যা ২০১১ সালে করতে পারিনি সেটা ২০২৪ সালে করে দেখিয়েছি। এই ভোট মা, বোনদের সম্মানের। যাঁরা এতদিন ধরে অত্যাচার সহ্য করছেন তাঁদের ভোট। সন্দেশখালিতে তাই পদ্ম ফুটবেই।’
অন্যদিকে আজ সকাল থেকে ভোট শুরু হতে দফায় দফায় কেঁপে ওঠে সন্দেশখালি, হাসনাবাদ এলাকা।
বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। গায়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সন্দেশখালির বয়ানমারিতে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে মোটরবাইক ভাঙচুর থেকে শুরু করে উভয়পক্ষের জখম হয়েছেন চারজন। ঘটনায় মাথা ফাটে এক বিজেপি কর্মীর বলে অভিযোগ।
#WATCH | North 24 Parganas, West Bengal: BJP Lok Sabha Candidate from Basirhat, Rekha Patra says, “When a booth agent was being beaten up and thrown into the water, a person named Subendhu went to rescue him, they beat Subendhu as well and he is seriously injured, we are taking… pic.twitter.com/6fenKhmFGG
— ANI (@ANI) June 1, 2024