Murshidabad: তৃণমূল বিধায়কের সামনেই চলল গুলি, রক্তাক্ত কংগ্রেস সমর্থক

মুর্শিদাবাদ সরগরম। অভিযোগ, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের উপস্থিতিতে গুলি করা হলো এক কংগ্রেস সমর্থককে। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর নাম আরিফ শেখ। তার পেটে গুলি লেগেছে।…

Murshidabad: তৃণমূল বিধায়কের সামনেই চলল গুলি, রক্তাক্ত কংগ্রেস সমর্থক

মুর্শিদাবাদ সরগরম। অভিযোগ, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের উপস্থিতিতে গুলি করা হলো এক কংগ্রেস সমর্থককে। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর নাম আরিফ শেখ। তার পেটে গুলি লেগেছে।

রবিবার সকালেই উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা। চলল গুলি। সবজি বিক্রি করতে যাওয়ার সময় এক ব্যক্তিকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে এক দুষ্কৃতী। জমি নিয়ে বিবাদের জেরে এই গুলি চালানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, এদিন ভোরবেলা সবজি ব্যক্তি করতে যাচ্ছিলেন জেলার রহমান নামে ওই ব্যক্তি। তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হলে একটি গুলি লাগে তার শরীরে। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এমন কোনো সপ্তাহ নেই যে মুর্শিদাবাদে গুলি চলেনি বা বোমা উদ্ধার হয়নি। একের পর এক ঝামেলা লেগেই আছে । সূত্রের খবর, এক প্রতিবেশীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। জোর করে তার জমি দখলের চেষ্টা হচ্ছিল বলেও অভিযোগ। সেই ঝামেলার কারণেই এদিন এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে মনে করছেন জেলার। এই ঘটনার আগে তার সম্পর্কে ভাল করে জেনেও নেওয়া হয়েছে বলে তার মত।

Advertisements

এদিকে অভিযোগ গুলি চালানোর সময় ঘটনাস্থলেই ছিলেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। এই অভিযোগে আরও বিতর্ক। গুলিবিদ্ধ কংগ্রেস সমর্থকের আত্মীয়রা জানান, প্রতিদিন ভোরে বেলডাঙায় সবজি বিক্রি করতে যান। একই পথ ধরে যান। এদিন সেই পথেই তার উপর হামলা হয়েছে। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।উল্লেখ্য, কখন তিনি ঘুম থেকে ওঠেন, কোথায় যান, কতক্ষণ বাড়ির বাইরে থাকেন, সবটা রেইকি করেছে দুষ্কৃতী। তারপরেই এদিন ভোরে তাকে টার্গেট করা হয়। এমনটাই মত আহত ব্যক্তির।