বীরভূম আছে বীরভূমেই, অনুব্রত গড়ে BJP কর্মীর গলাকাটা দেহ উদ্ধার

লোকসভা ভোট মিটলেও বাংলা আছে বাংলাতেই। হিংসা, রক্তক্ষয়ী সংঘর্ষ যেন থামতেই চাইছে না। আবারও একবার বাংলায় আক্রমণের মুখে বিজেপি (BJP)। আবারো একবার প্রাণ গেল এক…

লোকসভা ভোট মিটলেও বাংলা আছে বাংলাতেই। হিংসা, রক্তক্ষয়ী সংঘর্ষ যেন থামতেই চাইছে না। আবারও একবার বাংলায় আক্রমণের মুখে বিজেপি (BJP)। আবারো একবার প্রাণ গেল এক বিজেপি কর্মীরা। ঘটনাস্থল বীরভূমের নলহাটি।

বিজেপি কর্মীর গলাকাটা দেহ উদ্ধার হল। বীরভূমে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা তথা সমগ্র বাংলায়। নলহাটি রেল স্টেশনের কাছে বিজেপি কর্মীর গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সকলের মধ্যে। মৃতের নাম প্রদীপ মাল। সে বীরভূমের নলহাটি থানার পাইকপাড়ার বাসিন্দা। যদিও এই বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

   

ট্রেনের ধাক্কায় মৃত্যু, আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে বিজেপি জেলা নেতৃত্বের তরফে মৃত বিজেপি কর্মীর এরকম পরিণতি কীভাবে হল তা জানার জনু উপযুক্ত তদন্তের দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পেশায় টোটো চালক প্রদীপ মাল রবিবার ভোরে বাড়ি থেকে বের হন। তার পর আর তিনি ফেরেন না। এরপর খবর আসে যে সকাল সাড়ে সাতটা নাগাদ তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন রেল লাইন থেকে। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ।

ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক তথ্য দিয়েছেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তাঁর দাবি, “আমাদের দলের কর্মী প্রদীপ মালের সঙ্গে লোকসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূলের সঙ্গে বিবাদ হয়েছিল। রেল লাইন থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনা যথেষ্ট সন্দেহজনক।”