হাড়হিম কাণ্ড পুরুলিয়ায়! থানার ভিতরেই পুলিশকে ছুরি চোরের

পুলিশি জেরার সময় থানার এক অফিসারকেই ছুরির আঘাতে ঘায়েল করল এক অভিযুক্ত। সম্প্রতি একটি চুরির ঘটনায় এক অভিযুক্তকে পুলিশি জেরা করার সময় ওই অভিযুক্ত হঠাৎ…

purulia police station

পুলিশি জেরার সময় থানার এক অফিসারকেই ছুরির আঘাতে ঘায়েল করল এক অভিযুক্ত। সম্প্রতি একটি চুরির ঘটনায় এক অভিযুক্তকে পুলিশি জেরা করার সময় ওই অভিযুক্ত হঠাৎ ছুরি দিয়ে আঘাত করে এক পুলিশ অফিসারকে। এমনই ঘটেছে পুরুলিয়া (Purulia) সদর থানায় ।

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বিরাট ঘোষণা রেলের

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরুলিয়া সদর থানার পুলিশ পুরুলিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহিদ আনসারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে পুরুলিয়া সদর থানায় । বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে যখন থানার ভেতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখনই তিনি পকেট থেকে ছুরি বের করে পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ ৷

চরম অমানবিক, অর্থের অভাবে নবজাতক কোলে মা’কে মাঝ রাস্তায় নামাল অ্যাম্বুলান্স চালক

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ওই অভিযুক্ত আরও কয়েকটি কেসের সঙ্গে যুক্ত আছে। সেই ব্যাপারেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ঠিক তখনই তিনি আক্রমণাত্মক হয়ে ওঠে। এক সিভিক কর্মী চেষ্টা করেও অভিযুক্তকে শান্ত করতে পারেননি। উল্টে তিনি ছুরির আঘাতে আহত হয়েছে বলে খবর। ছুরির আঘাতে আহত পুলিশকর্মী ও সিভিক কর্মীও চিকিৎসার জন্য হাসপাতালে যান । যদিও থানার ভেতরেই খোদ পুলিশকে ছুরি নিয়ে আক্রমণ করার বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে সদর থানার পুলিশ। তবে এই ঘটনার পরে থানার ভিতরেই পুলিশি সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে একজন অভিযুক্ত কী করে থানার ভিতরে ছুরি নিয়ে প্রবেশ করল? সে কোনও অস্ত্র নিয়ে থানায় প্রবেশ করার আগে কেন তাঁর পরীক্ষা করা হল না। এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুলিশ মহলে।