Alcohol Seized: দোলের আগে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার

দোলের আগে সতর্ক প্রশাসন। দোল এবং হোলির আগেই বিপুল পরিমাণ বিলিত মদ উদ্ধার করল পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জানা যাচ্ছে, রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি…

Alcohol seized in Jalpaiguri

দোলের আগে সতর্ক প্রশাসন। দোল এবং হোলির আগেই বিপুল পরিমাণ বিলিত মদ উদ্ধার করল পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জানা যাচ্ছে, রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত খবর পান যে ৩১ নং জাতীয় সড়ক ধরে বিপুল পরিমাণ বিলিতি মদ পাচার করা হচ্ছে।

Advertisements

খবর পেয়েই নাকা চেকিং শুরু করে পুলিশ। তারপরই নির্দিষ্ট নম্বরের গাড়ি আসলে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির সময় দেখা যায় লড়িতে অ্যান্টি চেম্বার রয়েছে। পুলিশ আধিকারিকরা চেম্বার খুলতেই অবাক হয়ে যান। তারা দেখতে পান থরে থরে সাজানো রয়েছে নামী দামি ব্রান্ডের বিলিতি মদ। মোট ৯৫ কার্টুন মন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে যে মদগুলি বিহারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এরপর উদ্ধার করা মদগুলিতে নষ্ট করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে আইসি সঞ্জয় দত্ত জানান, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বিহারের বাসিন্দা। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।”