বড়শূলে মনোনয়ন সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৯

বড়শূলে মনোনয়ন সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ৯ জনকে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ। পূর্ব বর্ধমানের (purba bardhaman) শক্তিগড় মোড়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন জমা পর্বে…

বড়শূলে মনোনয়ন সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৯

বড়শূলে মনোনয়ন সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ৯ জনকে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ। পূর্ব বর্ধমানের (purba bardhaman) শক্তিগড় মোড়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন জমা পর্বে তৃ়ণমূল ও সিপিআইএম সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়ায় সোমবার।

১৪৪ ধারা ছিল বর্ধমান-২ বিডিও দফতরের এক কিলোমিটার আগে। অভিযোগ, সেখান থেকে অনেক দূরে শক্তিগড়ের বড়শূল মোড়ে পথ আগলে রেখেছিল তৃণমূল কংগ্রেস। সেই মোড়েই বাম-তৃণমূল (cpim-tmc clash) সংঘর্ষে প্রবল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। ঘটনায় শক্তিগড়ের ওসি-সহ তিনজন পুলিশ কর্মী আহত হন। বহু সিপিএম ও তৃণমূল সমর্থকও আহত হন।

এরপর মঙ্গলবার ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে শক্তিগড় থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে মামলা শুরু করেছে।

Advertisements

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে পূর্ব বর্ধমানের শক্তিগড় মোড় হয়ে উঠে সরগরম। মনোনয়ন জমা না করতে পেরে বাম সমর্থকদের হুমকি দিতেও শোনা যায়, “কাল আবার আসব। তৃণমূল পেটাব।”

আজ মনোনয়ন পর্বের চতুর্থ দিনে কী হয় সেটাই দেখার।