মোবাইল দোকানের তালা ভেঙে চুরি! গ্রেফতার ২

মিলন পণ্ডা, এগরা ( পূর্ব মেদিনীপুর ): মোবাইল দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় কিনারার পথে পুলিশ। চুরি যাওয়া মোবাইল সহ দু’জনকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানায় পুলিশ। ধৃতরা এগরা থানায় চোরপালিয়া গ্রামের রিজু দাস ও পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বিজয় নায়ক। শুক্রবার অভিযুক্তদের কাঁথি মহাকুমা আদালতে তোলা হয়।

Advertisements

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ আগস্ট রাতে এগরায় জুমকি এলাকায় একটি মোবাইল দোকানের তালা ভেঙে ১৪ টি দামি মোবাইল সহ নগদ টাকা চুরি যায়। পরের দিন দোকান খুলতে এসেই মালিকের চক্ষু ছানাবড়া। দ্রুত বিষয়টি জানায় এগরা থানায়। ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানায় পুলিশ বাহিনী। এরপর এই ঘটনায় দোকানের মালিক এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত নেমে গত কয়েকদিন আগে এগরা চোরপালিয়া থেকে রিজু দাস নামে এক যুবককে গ্রেফতার করে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রের সন্ধান পায়। ঘটনার মাস্টারমাইন্ড পশ্চিম মেদিনীপুরের বেলদা বাসিন্দা অজয় নায়কের নাম জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার রিজু দাসকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরে বেলদায় হাজির হয় এগরা থানার পুলিশ।

Advertisements

অভিযুক্ত মাস্টারমাইন্ড অজয় নায়ককে গ্রেফতার করা হয়। চুরি যাওয়া ৮ টি দামি মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এগরা থানায় এক তদন্তকারী পুলিশ অফিসার বলেন, “ঘটনার তদন্তে নেমে এখনোও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া বেশ কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনা সঙ্গে আরোও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে”।