উদ্ধার ৭ লক্ষ টাকার বাজি, গ্রেফতার ২

মিলন পণ্ডা, এগরা: কালী পূজার আগে অবৈধ বাজি বিরুদ্ধে অভিযানে নামলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ। অভিযানে নেমেই সাফল্য। এগরা থানার পুলিশ অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা বাজি (Firecrackers) ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করে।

দুজন পাচারকারী যুবককে গ্রেফতার করে। এগরা থানায় পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মুক্তেশ্বর পাত্র ও তপন খাটুয়া। দুজনের বাড়ি এগরা থানায় উওর তাজপুর গ্রামে। বৃহস্পতিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে পাঠাবে পুলিশ। ব্যবহৃত একটি মেশিন ভ্যান বাজেয়াপ্ত করেছে পুলিশ।

   

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে একটি মেশিন ভ্যান করে ৭ লক্ষ টাকা বাজি ও বাজি তৈরির মশলা এগরা ২ বেতায় নিয়ে আসে। গোপন সূত্রে খবর পেয়ে এগরা আই সি অরুন কুমার খান নেতৃত্বে বিশাল বাহিনী বেতা এলাকায় হানা দেয়। মেশিন ভ্যান বোঝাই ৭ লক্ষ টাকা বাজি বাজেয়াপ্ত করে। এর পাশাপাশি আরও দুজনকে গ্রেফতার করে। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

এগরা থানায় আইসি অরুন কুমার খান বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে লক্ষাধিকের টাকা বাজি ও বাজি তৈরীর মশলা বাজিয়েক্ত করা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷”

উল্লেখ্য, সাম্প্রতিক এক বছরও বেশি সময় আগে এগরা খাদিকুলে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এলাকা। বাজি কারখানার মালিক সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। তারপরেই সতর্ক পুলিশ প্রশাসন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন