Dengue: উদ্বেগ বাড়িয়ে নদিয়ায় ডেঙ্গুতে মৃত্যু মহিলার

ফের মৃত্যু ডেঙ্গুতে। জানা যাচ্ছে কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল হাসপাতালে (Kalyani JNM hospital) ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক মহিলার। গত বুধবার জ্বর, সর্দি-কাশির মতন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। রানাঘাট থানার নন্দীঘাট এলাকার বাসিন্দা ছিলেন ৬৬ বছরের মহিলা।

Advertisements

মহিলা হাসপাতালে ভর্তি হওয়ার পরই ডেঙ্গুর নমুনা পরীক্ষা করা হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয় ওই মহিলার। ত চিকিতৎকরা জানিয়েছেন যে ডেঙ্গুর পাশাপাশি অন্যানা শারীরিক সমস্যাও ছিল তার।

   

চিকিৎসকরা জানাচ্ছেন, কোমর্বিডিটি থাকুক কী না থাকুক, ডেঙ্গুতে আক্রান্ত হলেই হু হু করে রক্তের প্লেটলেট নেমে যাচ্ছে এবং রোগীর প্রতিরোধক্ষমতা শূন্য হয়ে যাচ্ছে। এর ফলে শরীরও বিকল হতে শুরু করছে। এরপর শরীরের অন্যান্য শারীরিক সমস্যা আরও বেশি প্রভাব ফেলছে।

Advertisements

ডেঙ্গু নিয়ে উত্তাল হয়েছে চলতি বিধানসভা অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন যে কোভিডের মতন ডেঙ্গুও মোকাবিলা করতে হবে। এছাড়াও তিনি বিধানসভায় বলেছেন ডেঙ্গুতে মৃত্যু নিয়ে কোনও খবর নেই।

ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা নদিয়ায় হু হু করে বাড়ছে, মে মাসের আগে থেকেই এরম পরিস্থিতি। গোটা রাজ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। গত জুলাইয়ে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬২৬। এবার তা বেড়ে ২ হাজার ৬০০ পার করে গিয়েছে।