রাজ্য বাজেটে বড় ঘোষণা, ৪ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীচারীদের

কলকাতা: রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা। ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করল সরকার৷ আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত ডিএ…

DA

কলকাতা: রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা। ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করল সরকার৷ আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে৷ 

ডিএ নিয়ে এবার অনেকটাই প্রত্যাশা ছিল সরকারি কর্মচারীদের। সেই আশা খানিকটা পূরণ হল৷ বুধবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ঘোষণা করেন। এর ফলে তা বেড়ে হল ১৮ শতাংশ। আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে।

   

ডিএ নিয়ে বারবারই রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। অনেক প্রতিবাদ হয়েছে৷ শহরের পথে ধরনা চলেছে৷ মামলাও হয়েছে৷ জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ পরিস্থিতি সামাল দিতে নবান্নে ডেকে পাঠানো হয়েছে বিক্ষোভকারী সরকারি কর্মীদের প্রতিনিধিদের৷ তবে জট কাটেনি৷ এদিকে, বছর ঘুরলেই বিধানসভা ভোট৷ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ যে বাড়ানো হবে, সেই অনুমান আগেই করছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সেই মতোই বাড়ল ডিএ৷ 

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কর্মীদের অষ্টম পে কমিশন ঘোষণা করা হয়েছে৷ ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের বেতন এবং ডিএর মধ্যে ফারাক উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার পথে। কেন্দ্র পে কমিশন ঘোষণা করতেই ডিএ নিয়ে আন্দোলন আরও জোরদার করেছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি৷ 

রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল ৩৯ শতাংশ। ৪ শতাংশ ডিএ বাড়ার পর সেই ফারাক কমে ৩৫ শতাংশ হতে চলেছে। বর্ধিত ডিএ পেলে রাজ্য সরকারের কর্মচারীরা পাবে ১৮ শতাংশ আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার হবে ৫৩ শতাংশ। অর্থাৎ বাজেটে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হলও একটা বড় ফারাক থেকেই যাচ্ছে। তাই সরকারের এই ঘোষণায় একেবারেই না-খুশ যৌথ মঞ্চের প্রতিনিধিরা৷