নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর ছক, গ্রেফতার ৪

হাওড়া স্টেশন থেকে নাকি নিখোঁজ হয়ে গিয়েছে বহু ছাত্র। আজ মঙ্গলবার এমনই পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই নিয়ে বিস্ফোরক…

হাওড়া স্টেশন থেকে নাকি নিখোঁজ হয়ে গিয়েছে বহু ছাত্র। আজ মঙ্গলবার এমনই পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই নিয়ে বিস্ফোরক দাবি করল রাজ্য পুলিশ। আজ ফেসবুক পোস্টের মাধ্যমে বড় অভিযোগ করল West Bengal Police ।

বলা হয়েছে, ‘গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে, এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওযা হয়েছে।’

   

আজ মঙ্গলবার নবান্ন চলো (Nabanna Abhiyaan)-র ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে সমগ্র বাংলা। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাঁরই মাঝে এবার শুভেন্দু অধিকারী যা দাবি করেন তা শুনে চমকে যান সকলে।

হাওড়া স্টেশন থেকে আচমকা বহু ছাত্র রাত থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘হাওড়া স্টেশনে আসা স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণকারী বহু ছাত্রকর্মী হঠাৎ মধ্যরাতের পরে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁরা হলেন শুভজিৎ ঘোষ, পুলোকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বা তারা তাদের ফোনেরও উত্তর দিচ্ছে না। আমরা আশঙ্কা করছি যে তারা মমতা পুলিশ দ্বারা গ্রেপ্তার বা আটক হয়ে থাকতে পারে। তাদের কিছু হলে পুলিশকে জবাবদিহি করতে হবে।’