Injured: সামনের চাকা খুলে উলটে গেল বাস, জখম ৩০

নদিয়ার নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কে সোমবার এক ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। চলন্ত যাত্রীবাহী বাসের সামনের একটি চাকার অংশ হঠাৎ খুলে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার…

Injured: সামনের চাকা খুলে উলটে গেল বাস, জখম ৩০

নদিয়ার নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কে সোমবার এক ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। চলন্ত যাত্রীবাহী বাসের সামনের একটি চাকার অংশ হঠাৎ খুলে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উলটে যায়। এই ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত (Injured) হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সোমবার সকাল থেকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। ভিজে ও পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা এমনিতেই বেশি থাকে। ওইদিন সকালে বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। বাসটি সাধারণ যাত্রী, অফিসযাত্রী ও দৈনিক যাতায়াতকারী মানুষে ভর্তি ছিল।

   

নবদ্বীপ-কৃষ্ণনগর জাতীয় সড়কে কৃষ্ণনগর হেলিপ্যাড মোড়ের কাছে একটি বাম্পার পার হওয়ার সময় বাসটির সামনের একটি চাকার অংশ খুলে যায়। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। রাস্তার মাঝে যাত্রী ভর্তি বাসটি উলটে পড়তেই চারপাশে হাহাকার পড়ে যায়।

বিকট শব্দে দুর্ঘটনা ঘটতেই এলাকার মানুষজন ছুটে আসেন। কেউ কেউ বাসের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। বাসের ভেতর থেকে একে একে আহত যাত্রীদের বের করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ৩০ জন যাত্রী গুরুতর আহত (Injured) হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর, মাথা ও কোমরে চোট রয়েছে। শক্তিনগর জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজনকে স্থানান্তর করারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই দুর্ঘটনার পর উঠছে একাধিক প্রশ্ন।

বাসটির সামনের চাকার অংশ কীভাবে খুলে গেল?

Advertisements

নিয়মিত রক্ষণাবেক্ষণ হচ্ছিল কি না?

ফিটনেস সার্টিফিকেট কি মেয়াদোত্তীর্ণ ছিল?

এই ধরনের গাফিলতি যে যাত্রীদের প্রাণের ঝুঁকিতে ফেলতে পারে, তা আবারও প্রমাণিত হলো। পাশাপাশি, দুর্ঘটনাস্থলের পাশেই একটি স্কুল ও বাজার রয়েছে। কয়েক মিনিট আগেই স্কুল শুরুর সময় হলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কোতোয়ালি থানার পুলিশ দুর্ঘটনার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের এক আধিকারিক বলেন, “বাসটি ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেন্সিক ও টেকনিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করছি।”

দুর্ঘটনার পরে রাজ্য সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রীদের উদ্ধারের পাশাপাশি বাস সরাতে সময় লেগে যায়। দুপুর নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং যানচলাচল শুরু হয়।