আগামী মঙ্গলবার আরজি করের সুপ্রিম শুনানিতে প্রাধান্য পেতে চলেছে এই তিনটি বিষয়

আগামী মঙ্গলবার আরজি করের সুপ্রিম শুনানিতে প্রাধান্য পেতে চলেছে এই তিনটি বিষয়

তিলোত্তমার বিচার চেয়ে দিকে দিকে গর্জে উঠেছে আমজনতা৷ একমাসের বেশি কেটে গেলেও এখনও কোনও সঠিক সুরাহা মেলেনি৷ সাতদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়ার চিকিৎসকদের বৈঠক বারে-বারে ভেস্তে গিয়েছে৷ জট কাটেনি এখনও৷ আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Hearing on Tuesday)আরজি কর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Advertisements

সকলের মনেই রয়েছে একাধিক প্রশ্ন৷ কী কী বিষয় থাকতে পারে এদিন৷ বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবারের শুনানি মূলত তিনটি দিকে নজর থাকবে সুপ্রিমকোর্টের। প্রথম, তিলোত্তমার ধর্ষণ খুনের অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই জোড়া গ্রেফতারি৷ দ্বিতীয়ত, আরজি কর কাণ্ডে মঙ্গলবারের শুনানির আগেই আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের বদল হয়েছে আইনজীবী৷ সুপ্রিম কোর্টের আইনজীবী গীতা লুথারার পরিবর্তে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয় সিংহ। মূলত এই বিষয় গুলিকেই প্রধান হিসেবে প্রাধান্য দেওয়া হবে বলে শোনা গিয়েছে৷

   
Advertisements