কলকাতা: রামপুরহাটে একটি ট্রাক থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক৷ তল্লাশি চালিয়ে ওই ট্রাক থেকে ৩২০টি ব্যাগ ভর্তি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে পুলিশ। যার মোট পরিমাণ ১৬ হাজার কিলোগ্রাম। জানা গিয়েছে, তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল বিস্ফোরর বোঝাই ওই ট্রাকটি৷ সেই সময়ই রামপুরহাটে ধরা পড়ে৷ ট্রাকের চালক-খালাসিকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।
রামপুরহাটে আটক ট্রাক
সোমবার রাতে রামপুরহাট থানার অন্তর্গত মংসুবা মোড় এলাকায় ১৬ চাকার বিরাট বড় ট্রাকটি আটক করে পুলিশ৷ তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ জানা গিয়েছে, বস্তাগুলোর গায়ে থাকা ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছে। শুধু তাই নয়, গাড়ির কাগজপত্র, কর চালান এবং যাত্রা সংক্রান্ত একাধিক অসঙ্গতিও ধরা পড়েছে৷
তেলেঙ্গানা থেকে আসে এই বিস্ফোরক
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার কন্দাপুর মন্ডলের কোনাপুর থেকে এই বিশাল পরিমাণ বিস্ফোরক অবৈধভাবে পাঠানো হয়েছিল। ‘বালাজি এন্টারপ্রাইজ’ নামের কোনও কোম্পানির এই বিশাল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাংলায় পাঠিয়েছিল৷ পুলিশ জানতে পেরেছে পশ্চিমবাংলাতেই বিপুল পরিমাণ বিস্ফোরক নামানোর কথা ছিল৷ তবে গাড়িটি ঝাড়খণ্ডের দেওঘরের সিরসিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল৷
মামলা দায়ের
ইতিমধ্যেই, ট্রাকচালক এবং খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৩(২)/৩১৭(২) এবং ৯(বি)(ii) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে বড় কোনও চক্রের হাত রয়েছে৷ অভিযুক্তদের জেরা করে ঘটনার মূলে পৌঁছাতে চাইছে পুলিশ৷