HomeWest BengalSouth Bengal: আবহাওয়ার বদল হতেই বজ্রাঘাতে মৃত্যু ১৪ জনের

South Bengal: আবহাওয়ার বদল হতেই বজ্রাঘাতে মৃত্যু ১৪ জনের

- Advertisement -

বৃহস্পতিবার দুপুর থেকে আচমকা আবহাওয়ার বদল। বৃষ্টির সঙ্গে শোনা গেল বাজের শব্দ৷ যার জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। সূত্রের খবর, মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়ায় বাজ পড়ে মৃত্যুর খবর আসছে। এই প্রতিবেদন লেখা অবধি যা খবর, তাতে মেদিনীপুরে ৩ জন, পূর্ব বর্ধমানে ৪ জন, মুর্শিদাবাদে ৩ জন, হাওড়ায় ৩ জনের মৃত্যুর খবর এসেছে।

পূর্ব বর্ধমানের ভাতারের বেলেণ্ডা গ্রামে বজ্রাঘাতে মারা যান মনসুর আলি শেখ। কালনা মহকুমাতেও বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম খোকন শেখ। বাড়ি কালনা-১ ব্লকের কালিনগর পশ্চিমপাড়া এলাকায়। খণ্ডঘোষের তোরকোনার বাসিন্দা বাসুদেব রায়ের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে।

   

হাওড়ায় মৃত তিন জনের বাড়ি আমতা এলাকায়। এর মধ্যে রয়েছেম শেরপুরর কাজ মহানন্দ ঘুকু। কাজ করতে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমতা সিরাজবাটি মিল্কিচক ধনুড়ি পাড়ায় মাঠের ধারে বসেছিলেন চার যুবক। বাজ পড়ে চারজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজন ৩৭ বছরের মহম্মদ ইসমাইল মারা যান। শেখ জুলফিকর নামে ২২ বছরের এক যুবকও বজ্রাঘাতে মৃত্যুর খবর মিলেছে। এছাড়া মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও মৃত্যুর খবর মিলেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular