আবার রেল অবরোধ (Rail Blockade)। পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। তার জেরে সকাল থেকে থমকে রয়েছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। চরম ভোগান্তিতে পড়েছে রেলযাত্রীরা। পৃথক সারনা ধর্মের কোড চালু করার দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলনে নেমেছে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।দাবি পূরণ না হওয়ায় এবার রেল অবরোধের ডাক দিয়েছে এই সংগঠন।
আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা রেল লাইনের উপরেই বসে অবরোধ দেখাচ্ছেন। যার ফলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-চাণ্ডিল শাখায় ট্রেন চলাচল বন্ধ। বন্দে-ভারত এক্সপ্রেস থেকে শুরু করে অন্য আরও একাধিক ট্রেন অন্যান্য স্টেশনে থমকে রয়েছে। পুলিশের তরফে অবরোধ তোলার চেষ্টা চলছে।
শুধু পুরুলিয়াতেই নয়, অবরোধ চলছে পশ্চিম বর্ধমানের কালিপাহাড়ি স্টেশনেও। প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। নিম্ন অসমে রেল অবরোধের জেরে বাংলা-অসম সীমানা এলাকার বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে ট্রেন। বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস থমকে রয়েছে জোড়াই স্টেশনে। অসমের শ্রীরামপুর স্টেশনে আটকে পড়েছে গুয়াহাটিগামী অসম এক্সপ্রেস। গোসাঁইগাও স্টেশনে থমকে আছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও।
পুলিশের তরফে ইতিমধ্যেই জট কাটানোর চেষ্টা শুরু করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অবরোধ ওঠেনি। রেল সূত্র মারফত জানা যাচ্ছে, পুরুলিয়া স্টেশনে থমকে থাকা বন্দে ভারত এক্সপ্রেসকে চান্ডিলের দিক দিয়ে ঘুরিয়ে হাওড়ার দিকে পাঠানো হতে পারে।