বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয়, আটক শিশু সহ ১১ জন

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র দফায় দফায় অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সেই বিক্ষোভের আঁচ যে একেবারেই নিভে গিয়েছে তা কিন্তু বলা যায় না। এখনও অবধি…

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র দফায় দফায় অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সেই বিক্ষোভের আঁচ যে একেবারেই নিভে গিয়েছে তা কিন্তু বলা যায় না। এখনও অবধি কিছু না কিছু ইস্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠছে ওপার বাংলা। তবে এসবের মাঝেই বাংলায় এক বড় ঘটনা ঘটে গেল। বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের (Sundarban) জঙ্গলে পালিয়ে এসেছিলেন বহু মানুষ। তবে শেষ রক্ষা হল না।

জানা গিয়েছে, এবার বাংলার সুন্দরবন থেকে শিশু সহ মোট ১১ জন বাংলাদেশী হাতেনাতে ধরা পড়লেন বন কর্মীদের কাছে। একে তো সুন্দরবনের গভীর জঙ্গল, তার ওপর বাঘের ভয়। তারপরেও বেশ কিছুটা সময় ধরে ১১ জন লুকিয়ে ছিলেন। মূলত বাংলাদেশে জামাত ও বিএনপি পার্টির মধ্যে ঝামেলার জেরে বাংলাদেশ থেকে পালিয়ে এসে সুন্দরবনে পালিয়ে এসেছিলেন শিশু সহ মোট ১১ জন। তবে গতকাল শুক্রবার বন কর্মীদের তৎপরতায় সকলকে উদ্ধার করা হয়।

   

গতকাল যখন জঙ্গলে টহল দিচ্ছিলেন বন কর্মীরা সেইসময়ে এই বাংলাদেশীদের দেখতে পান। সকলে মূলত অবৈধভাবে বাংলায় অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। এরপরেই তড়িঘড়ি সকলকে উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে কর্তব্যরত বন কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। ধৃতদের মধ্যে ৫ শিশু, ৫ মহিলা এবং একজন পুরুশ রয়েছেন।

তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, ধৃতদের সকলের বাড়িই বাংলাদেশের খুলনা জেলার করেয়া থানার বাসিন্দা। আরও কেউ এই এলাকায় আছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখছে পুলিশ। যদিও এহেন ঘটনা সকলের নতুন করে উদ্বেগ যে বাড়িয়েছে তা বলাই বাহুল্য।